পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ধৰ্ম্ম৷ [ (సిసి ] বিজয়সিংহল - तिझग्नभ#िल (५९) वेिअब्रांब्र मर्कणः । छक, कलिङ जग्नाम्नांख्। বিজয়মল্ল (পুং ) রাজভেদ । (রাজতর” ৭৭৩২ ) বিজয়মালিন (পুং) বণিভেদ। (কথাস ৭২.২৮৪) বিজয়মিত্র (পুং ) কম্পনাধিপতি সামন্তরাজভেদ। ( রাজতর” ৭ । ৩৬৬ ) বিজয়রক্ষিত, মাধবনিদানের প্রসিদ্ধ টীকাকার। বিজয়রস (পুং ) অজীর্ণরোগের ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী এই—পার, গন্ধক ও সীসা প্রত্যেক ৮ তোলা পরিমাণে লইয়৷ অগ্রে পারদ ও সীস মিশ্রিত করিবে, পরে উহা গন্ধকের সহিত উত্তমরূপে মৰ্দ্দন করিতে করিতে কজ্জলাভ হইলে তাহার সহিত যবক্ষার, সাচীক্ষার ও সোহাগার খৈ প্রত্যেক ৮ তোলা এবং দশমুলী ( বিশ্বমূল, শোনাছাল, গাম্ভারী, পারলী, গণিয়ারী, শালপানি, পিঠানী, বৃহতী, কষ্টিকারী ও গোঙ্কুর) ও সিদ্ধিচুর্ণ, প্রত্যেকের ৪০ তোলা মিশাইয়া প্রথমে উক্ত দশমূলীর কাথে ভাবনা দিবে, পরে যথাক্রমে চিতামুল, ভৃঙ্গরাজ ও সজিনার মূলের ছালের রসদ্বারা পৃথক পৃথক ভাবনা দিয়া একটা হণ্ডিকা বা ভাগুমধ্যে নিরুদ্ধ অবস্থায় রাখিয়া এক প্রহরকাল পর্য্যন্ত পুটপাকবিধানে পাক করিতে হইবে । পাকানস্তর ঔষধপাত্র শীতল হইলে তাহা হইতে ঔষধগ্রহণ করিয়া উহা আদার রসে মৰ্দ্দন করিয়া রাখিবে । ইহা হইতে ৩ কি ৪ রতি প্রমাণ ঔষধ লইয়া পানের রসের সহিত সেবনীয় । বিজয়রাঘব, একজন প্রসিদ্ধ নৈয়ায়িক। অসম্ভবপত্র, শতকোটা মগুন, যদ্রপবিচার প্রভৃতি সংস্কৃত পুস্তিকা ইহার রচিত। বিজয়রাঘব গড়, মধ্যপ্রদেশের জবলপুরের অন্তর্গত একটা ভূভাগ। উত্তরে মাইহার, পূর্বে রেখা এবং পশ্চিমে মুরবার তহসীল ও পপ্পারাজ্য। ভূপরিমাণ প্রায় ৭৫০ বর্গমাইল। পূৰ্ব্বে এইস্থান একজন সামন্তরাজের অধীন ছিল। সিপাহীবিদ্রোহের সময় রাজবংশধর বিদ্রোহীচরণ করায় তাহার রাজ্য বাজেয়াপ্ত হয়। এই ভূভাগ কৃষি প্রধান। এখানে লৌহ পাওয়া যায়। বিজয়রাজ, গুজরাতের চালুক্যবংশীয় একজন রাজা ; বুদ্ধবৰ্ম্ম রাজের পুত্র। ইনি ৩৯৪ কলচুরি সংবতে রাজত্ব করিতেন। বিজয়রাম আচাৰ্য্য, পাষণ্ডচপেটকা ও মানসপুঞ্জন নামক সংস্কৃত গ্রন্থপ্রণেতা। চতুভুজাচার্য্যের শিষ্য। ২ মন্ত্ররত্নাকর নামক তান্ত্রিক গ্ৰন্থরচয়িতা। বিজয়লক্ষী (পুং ) বিজয় এব লক্ষ্মী। বিজয়ন্ধপ লক্ষ্মী, বিজয়রূপ সম্পদ। - বিজয়বং (ত্রি) বিজয় অন্ত্যর্থে মডুপ মস্ত ব। বিজয়যুক্ত, বিজয়ী, बिनिडे अग्नगूख्। जिब्रार जैौद् ।। বিজয়বৰ্ম্ম (পুং) একজন প্রাচীন সংস্কৃত কবি। বিজয়বেগ (পুং ) বিদ্যাধরভেদ। (কথাস” ২৫.২৯২ ) বিজয়শক্তি, একজন পূৰ্ব্বতন চম্বেল্পরাজ। [ চজাত্রের দেখ। ] বিজয়ন্ত্র (স্ত্রী) বিজয় এয ঐঃ । বিজয়লক্ষ্মী, বিজয়শোত । বিজয়সগুমী (স্ত্রী) বিজয়াখ্যা সপ্তমী। বিজয়াসপ্তমী, রবিবার যুক্ত শুরু সপ্তমী। (হরিভক্তিবি" ) বিজয়সিংহ, ১ মেবারের একজন রাণা। [ মেবার খে। ] ২ কলচুরিবংশীয় একজন রাজা । গল্পকর্ণের পুত্র। ৩ হৰ্ষপুরায়গচ্ছের একজন প্রসিদ্ধ জৈনাচাৰ্য্য। ইনি বহু জৈন গ্রন্থের টীকা রচনা করেন। ইহারই শিষ্য প্রসিদ্ধ চন্দ্রস্থরি। বিজয়সিংহল, সিংহলদ্বীপের প্রথম আৰ্য্যনৃপতি। মহাৰংশ নামক পালি ইতিহাসে লিখিত আছে, বঙ্গাধিপের ঔরসে কলিঙ্গরাজকন্যার গর্ভে মুল্পদেবী (স্বপদেবী) নামে এক অতি রূপসী রাজকন্ত জন্মে। বয়োবৃদ্ধির সহিত সেই রাজকন্যার সুখেচ্ছাও কিছু বাড়িয়া উঠে। এমন কি তিনি একদিন গৃহ পরিত্যাগ করিয়া ছদ্মবেশে সার্থবাহের সহিত মগধাভিমুখে চলিলেন। লালের (রাঢ়দেশের ) জঙ্গলে একটা সিংহ সেই পথিকদিগের উপর পড়িল । সকলেই প্রাণ লইর রাজকন্যাকে ফেলিয়া পলাইল। সিংহ রাজকন্তাকে লইয়া নিজ গুহায় প্রবেশ করিল। সিংহের সহবাসে রাজকন্যার গর্ভ হইল, যথাকালে একটা পুত্র ও একটা কষ্ট জন্মিল । পুত্রের নাম সীহবাহু ( সিংহবাহ ) ও কন্যার নাম সীহলীবলি (সিংহশ্ৰীবলী )। সিংহবাহু বিজনে সিংহকর্তৃক প্রতিপালিত হইয়া কালে রাঢ়দেশের অধিপতি হইলেন। র্তাহার জ্যেষ্ঠপুত্র বিজয় ও মধ্যমপুত্রের নাম সুমিত্ত ( সুমিত্র ) । বিজয় অবাধ্য ও প্রজাপীড়ক এবং তাছার সঙ্গিগণও অতি মন্দপ্রকৃতির ছিলেন । রাঢ়বামী জনসাধারণ বিজয়ের ব্যবহারে অত্যন্ত ক্রদ্ধ হইল এবং সকলে সিংহবাহুর নিকট অভিযোগ করিল। এইরূপ তৃতীয় বার পুত্রের বিরুদ্ধে অভিযোগ উপস্থিত হইলে রাঢ়পতি বিজয় ও তাহার সঙ্গিগণকে মস্তকাৰ্দ্ধ মুড়াইয়া নৌকায় চড়াইয়া সাগরে ফেলিয়া দিতে আদেশ করিলেন। বিজয় ও তাহার সাতশত অমুচর জাহাজে করিয়া মহাসমুদ্রে গিয়া পড়িলেন । অপর এক জাহাজে তাহাদের স্ত্রী ও তৃতীয় জাহাজে তাহীদের পুত্রগণও চলিল। যেখানে পুত্ৰগণ উপস্থিত হইল, সেই স্থান নাগদ্বীপ, যেখানে স্ত্রীগণ পৌছিল, সেই স্থান মহেঞ্জ এবং ষেস্থানে বিজয় প্রথম নামিয়াছিলেন, সেই স্থান মুল্পারকপট্টন ( সুপারকপত্তন )। স্বর্পারকে অধিবাসিগণের শত্রুতার ভয়ে বিজয় জাহাজে উঠিয়া পুনরায় যাত্রা করিলেন। এবার তাম্রপণীদ্বীপে আসিয়া উঠিলেন । যেদিন বিজয় উক্ত দ্বীপে অবতরণ করেন, সেই দিনই বুদ্ধের নির্মাণ (৭৪৪ খৃঃ পূৰ্ব্বাদ ) হয়।