পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজাগাপাটমৃ অক্টোবর ফোর্ডি সদলে বিজাগাপাটমে আসিয়া ফরাসীদিগের বিরুদ্ধে অভিযান করিলেন। গোদাবরী জেলায় একটী ঘোরতর ংঘর্ষের পর ফরাসীদল পরাজিত হইলে, ইংরাজসেনানী মস্লীপত্তনত্বৰ্গ অধিকার করিয়া লইলেন। ঐ সময়ে হায়দরাবাদের নিজাম মসলীপত্তনের চতুষ্পাশ্ববৰ্ত্তী কতক প্রদেশ ইষ্টইণ্ডিয়া কোম্পানীকে দান করেন এবং মাহাতে ফরাসীরা পুনরায় উত্তরসরকারে আর প্রতিষ্ঠালাভ না করিতে পারে, তাহাও নিষেধ করিয়া দিলেন । ১৭৬৫ খৃষ্টাব্দে লর্ড ক্লাইব দিল্লীশ্বরের ফৰ্ম্মাণ অনুসারে ইংরাজপক্ষে উত্তরসরকার প্রদেশের অধিকার প্রাপ্ত হন। ১৭৭৮ খৃষ্টাৰে নিজামের সহিত ইংরাজদিগের একটা সন্ধি হয়, তাহারই সৰ্বানুসারে সমগ্র উত্তরসরকারবিভাগ নিৰ্ব্বিরোধে ইংরাজের করতলগত হইয়াছিল । সুতরাং অন্তান্ত প্রদেশসহ এই সময়ে প্রকৃতপ্রস্তাবে বিজাগাপাটম জেলা ইষ্টইণ্ডিয় কোম্পানীর রাজ্যসীমাভুক্ত হয়। এই জেলার আলোচ্য শতাৰোঁর অবশিষ্টাংশ ইতিহাস বিজয়নগরমের সৌভাগ্যের সহিত অধিকতর সংশ্লিষ্ট । তৎকালে ঐ স্থানের রাজন্তবর্গই এতৎপ্রদেশের সর্বময় কৰ্ত্ত থাকিয়া দাক্ষিণাত্যে হিন্দুরাজশক্তির প্রাধান্তস্থাপন করিয়াছিলেন। রাজভ্রাতা সীতারামরাজ ও দেওয়ান জগন্নাথরাজের রাষ্ট্রবিপ্লবকর কুচক্রে পড়িয়া কোর্ট অব ডিরেক্টর ১৭৮১ খৃষ্টাব্দে মান্দ্রাজের গবর্ণর সর টমাস রামবোল্ডকে পদচ্যুত করিতে বাধ্য হন। ১৭৮৪ খৃষ্টাব্দে মাম্রাজগবমেণ্টের অমুমতানুসারে একটা সার্কিটকমিটি নিয়োজিত হয়, তাহারা উত্তরসরকারসমূহের দেশের অবস্থা ও আয় সম্বন্ধে বিশেয অনুসন্ধান করিয়া প্রথমে ঐকাকোলসরকারের কাসিমকোটা বিভাগসম্বন্ধে একটা রিপোর্ট পাঠান। তাহাতে উক্ত বিভাগের যে অংশ বিজাগাপাস্টম জেলার অন্তর্নিহিত বলিয়া লিপিবদ্ধ হইয়াছে, তাহ সাধারণতঃ তিনভাগে বিভক্ত দেখা যায়—১ গবমেন্টের তত্ত্বাবধানে রক্ষিত হাবিলিজমি। ২ বিজাগাপাটমের কৃষিবিভাগ বা তন্নগরের চতুষ্পার্শ্ববর্তী ৩৩ খানি ক্ষুদ্রগ্রাম এবং ৩ অন্ধ, গোলকোও, জয়পুর ও পালবোও নামক করদ সামন্তরাজ্য সহ বিজয়নগরম্ জমিদারী। সার্কিট-কমিটি উক্ত রিপোর্টে বিজয়নগরের এরূপ প্রভাবের পরিচয় দান করিলেও, মাম্রাজগবমেণ্ট তৎকালে তাহাতে হস্তক্ষেপ করেন নাই। তৎকালে বিজাগাপাটমের মন্ত্রিসভা ও সর্দায়কর্তৃক স্থানীয় শাসনকাৰ্য্য পরিচালিত হইত, কিন্তু . sase sitta &:twfw wfiasta ( Provincial council) বিলোপ ঘটিলে, সমগ্র উত্তরসরকার বিভিন্ন কলেক্টরেটে বিভক্ত XVIII ))చి [ ৫২৯ } বিজাগাপাটমৃ হয় এবং বর্তমান বিজাগাপটি জেলা ঐ রূপ তিনটী কলেক্টারীর মধ্যে পড়ে। বিজয়নগরমের হতভাগ্য রাজ বিজয়রাম ভ্রাতা সীতারামের হস্তে পড়িয়া পুত্তলিকাবৎ রাজত্ব করিতে ছিলেন এবং সীতারাম প্রকৃতপক্ষে রাজ্যেখররূপে বিজয়নগরম্ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ক্রমে যখন বিজয়রামের নাবালকত্ব ঘুচিয়া গেল, তখন তিনি রাজদও স্বহস্তে লইয়া রাজ্যশাসন করিবেন, এরূপ আশা তাহার হৃদয়ে বলবতী হইল। তিনি রাজশক্তি পরিচালিত করিতে অগ্রসর হইলেন, কাজেই সীতারাম তাহার পথে কণ্টক হইয়া দঁাড়াইলেন। এইরূপে কথায় কথায় রাজা ও সীতারামে বিরোধ উপস্থিত হইল। মন্দ্রিাজগবমেন্ট উভয়ের এই বিরোধ মিটাইবার জন্য তাহদের মাঞ্জাজসহরে সমুপস্থিত হইতে আদেশপত্র পাঠাইলেন । অতঃপর রাজার রাজ্যশাসনে অকৰ্ম্মণ্যতা হেতু রাজস্বের অনেক বাকী পড়িল । পুনঃ পুনঃ তাগিদে ও রাজার চৈতন্তোদয় হইল না, বরং তিনি ইংরাজের আচরণে ক্রুদ্ধ হইয় তাহদের প্রতি তিরস্কারবাক্য প্রয়োগ করিতে লাগিলেন। ইংরাজগবমেণ্ট রাজার এই অসদাচরণের প্রতিবিধানার্থ কঠোর উপায় অবলম্বন করাই যুক্তিযুক্ত ও কর্তব্য বলিয়া বিবেচনা করিলেন। সঙ্গে সঙ্গে একদল যুরোপীয় কামানবাহী সেনা ও সিপাহীদল রাজাকে ইংরাজদিগের শাসননিয়মের অধীনতাস্বীকারের জন্য প্রেরিত হইল । তাহারা বিজয়নগরমে আসিয়াই রাজদুর্গ অধিকার করিয়া লইল । এই আক্রমণের উদ্দেশু কেবল রাজস্ব আদায় নহে, ইংরাজগবমেণ্ট আরও জানিয়াছিলেন যে, রাজার সেনাবল অত্যন্ত অধিক এবং স্থানীয় অন্তান্ত জমিদারবর্গ তাঁহারই শক্তির অধীন ; সুতরাং এরূপ শক্রকে নিকটে প্রশ্ৰয় দেওয়া কিছুতেই মঙ্গলজনক নহে ভাবিয়া তাহার রাজশক্তি খৰ্ব্ব করিতে প্রয়াস পাইয়াছিলেন । রাজ ইংরাজদিগের এই অন্তার ব্যবহারে ক্রুদ্ধ হইলেন এবং অধীনস্থ সমস্ত ভূম্যধিকারীদিগের সাহায্যে গবমেন্টের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়া স্বীয় মর্য্যাদা রক্ষা করিতে রণক্ষেত্রে দেখা দিলেন। বিজয়নগরম ও বিমূলীপত্তনের মধ্যবর্তী পদ্মনাভম্ নামক স্থানে তিনি শিবিরসন্নিবেশ করিয়াছিলেন, লেফটেনাণ্ট কর্ণেল প্রেন্ডারগাষ্ট ইংরাজসেনা সহায়ে তাহাকে আক্রমণ করিয়া নিহত করিলেন । এই সঙ্গে তাহার কতকগুলি প্রিয় অনুচরও প্রাণ হারাইয়াছিল (১৭৯৪ খৃঃ ১০ জুলাই ) । মৃতরাজার যুবকপুত্র নারায়ণ বাবার নামে তাহার পৈতৃক সম্পত্তি ইংরাজগবমেন্টের নিকট হইতে অনেক কষ্টে বন্দোবস্ত করিয়া লওয়া হুইল ; কিন্তু সম্পূর্ণ সম্পত্তি রাজকুমার পাইলেন