পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যানগর [ cać l বিদ্যানগর জীবদ্দশাতেই সেয়নের মৃত্যু হয় ও বুকই যুবরাজের পদে कड़िषिद्ध झहे ब्रांfछ्t«न । किरू ब्रांछ७ङ्ग मांशबांठांरीविछांब्रहभाग्न भंग्नांभ* शडौष्ठ এই বিশাল সাম্রাজ্যের একটা তৃণও স্থানান্তরিত হইত না। র্তাহার পরামর্শ অনুসারেই পঞ্চভ্রাতা পঞ্চপাণ্ডবের স্থায় রাজ্য শাসন করিতেন। শৃঙ্গেরীমঠের সহিত বিজ্ঞানগরের সম্বন্ধ जउँौह शनिई शहेब्राझिल । शृएशनैौभtyग्न ५कथानि अष्ट्रभानम পাঠে জানা যায়, পঞ্চ সহোদর গছ সপুত্ৰক হরিহর, শৃঙ্গেরী মঠের গুরু শ্ৰীপাদ সশিষ্য ভারতীতীর্থকে ৯ খানি গ্রাম প্রদান করেন। হরিহয় শৃঙ্গেরীমঠের নিকটে হরিহরপুর গ্রামনামে একখানি অতিবৃহৎ পল্লী স্থাপন করিয়া কেশৰভট্ট নামক এক ব্রাহ্মণকে উক্ত গ্রাম দান করেন । হরিহরের শাসন সময়ে মহিমুরের অনেক অংশ বিস্তানগরের অন্তৰ্ভুক্ত হয় । হরিহরকেই অন্তান্ত রাজার সম্রাট, বলিয়া মান্ত করিতেন। ফেরিস্ত পাঠে জানা যায়, হরিহর হিন্দুরাজাদের সহিত সমবেত হইয়া দিল্লীর সুলতানকে পরাস্ত করিয়াছিলেন । এই যুদ্ধে জয়লাভ করিয়া বরঙ্গল, দেবগিরি, ছোয়শল, বননি প্রভৃতি দক্ষিণ অঞ্চলের রাজন্তবর্গের শাসিত অনেকগুলি প্রদেশের বহুল স্থান তাহার শাসনায়ত্ত হইয়া পড়ে । একখানি অনুশাসন পাঠে জানা যায় যে, হরিহর নাগরথও পৰ্য্যস্ত স্বীয় শাসন প্রভাব বিস্তার করিয়াছিলেন । বর্তমান মহিমুরের উত্তরপশ্চিম অংশই নাগরখও নামে প্রসিদ্ধ। “রাজবংশ” নামক বিজয়নগরের রাজবংশাবলীর বিবরণ হইতে জানা যায়, হরিহর ১৩৩৬ খৃষ্টাৰ হইতে ১৩৫৪ খৃষ্টাদ পৰ্য্যস্ত রাজত্ব করেন । অপর কেহ বলেন, ১৩৫৭ খৃষ্টাব্দ পৰ্য্যন্তই তাছার রাজত্বকাল । এই সময়ের মধ্যে তিনি রাজ্যবৃদ্ধির জন্য বথেষ্ট প্রয়াল পাইয়াছিলেন। ১৩৪৪ খৃষ্টাব্দে সমগ্র দাক্ষিণাত্য হইতে মুসলমানদিগকে দূরীভূত করিয়াছিলেন। কেহ কেহ বলেন, হরিহরের অপর নাম বুৰ্ব্ব । হরিহরের মৃত্যুর পয় রাজসিংহাসনে কে প্রতিষ্ঠিত হইলেন, তাছা লইয়া বিস্তর মতভেদ আছে । হরিহরের একমাত্র পুত্র यूकम्लाङ्ग ॐाशग्न औदकनं८ङहे शृषूणभूथ् *ऊिऊ रुन । হরিহরের মৃত্যুর পরে তাহার চারি সহোদরভ্রাতা বর্তমান ছিলেন, তাহদের মধ্যে কম্পই জ্যেষ্ঠ। মিঃ সিউএল বলেন, হরিহরের মৃত্যুর পর কম্পই রাজপদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন, ৰিস্তু অসাধারণ বীর বুক তাহাকে বিতাড়িত করিয়া স্বীয় প্রভাবে সিংহাসন অধিকার করেন । এই বিষয়ে অনেক তর্কবিতর্ক আছে। ফলতঃ হরিহরের পরে বুক্কই বিষ্ঠানগরের শাসনকৰ্ত্তার পদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন। ঠিক কোন সময়ে যুক্তরায়ালু সিংহাসনাধিক্কা হন, তাহা লইয়াও মতভেদ আছে। কেহ বলেন, ২৬৫০খৃষ্টাগো, জাবার অপর কেহ বলেন, ১৩৫৫ খৃষ্টাবো তিনি সিংহাসমাধিরূঢ় হন। বুকের जनांषांब्र१ ७वष्ठां• हिल-छैशंद्र थङांप्य गमऽयं नाभिलॉठा ৰিকম্পিত হইত। একখানি তাম্রশাসনে লিখিত আছে, বুঙ্কের শাসনসময়ে পৃথিবী প্রচুর শতশালিনী হইয়াছিল, প্রজাদের কোন প্রকার কষ্ট ছিল না, জমসমাজে সুখের প্রবাহ প্রবাহিত হইয়াছিল, সমগ্ৰ দেশ ধমধাষ্ঠে সমৃদ্ধশালী হইয়া উঠিয়াছিল। বুকের রাজত্ব সময়ে বিদ্যানগরের যে অতুল ঐশ্বৰ্য্য হইয়াছিল, বছল তাম্রশাসনে তাহার পরিচয় পাওয়া ৰায়। এই সময়ে সুবিশাল দুর্গ, সহস্ৰ সঞ্চত্র সৈন্ত, শত শত হস্তী ও বিপুল যুদ্ধসম্ভার বিদ্যানগরের বিশ্ববিজয়িনী কীৰ্ত্তি উদ্বেঘাষিত কল্পিত । বুকের অপর তিন ভ্রাতা স্ব স্ব নির্দিষ্ট প্রদেশের অধিকারী হইয়া সেই সকল প্রদেশ শাসন সংরক্ষণ করিতেন। প্রয়োজন হইলে মন্ত্ৰণাদির নিমিত্ত ইষ্ঠার সময়ে সময়ে বিদ্যানগরে আসিতেন। বুন্ধের শাসনকালে ১৩৮১ খৃষ্টাব্দে দিল্লীর সুলতানের সহিত বিদ্যানগর-ভূপতির যুদ্ধ সংঘটিত হইয়াছিল। এই সময়ে বুক নৃপতির একজন অসাধারণ বীর সেনাপতি ছিলেন। তাহার নাম মল্লিনাথ। মল্লিনাথের নাম শুনিয়া মুসলমানদের হৃৎকম্প উপস্থিত হইত। মল্লিনাথ দীর্ঘকাল সেনাপতি পদে কাৰ্য্য করিয়া ছিলেন। তিনি আলাউদ্দীনকে এবং মহম্মদ শাহকে পরাস্ত করিয়াছিলেন, কিন্তু ফেরিস্ত পাঠে জানা যায়, বাহ্মণী রাজ্যের অধিপতি মহম্মদ শাহু বুৰু নৃপতির সৈন্তদিগকে একবারে বিধ্বস্ত করিয়া ফেলিয়াছিলেন । তিনি স্বয়ং বিদ্যানগরে প্রবেশ করিয়া বিদ্যানগরের যথেষ্ট দুর্দশ করিয়াছিলেন। অবশেষে বহু অনুরোধের পর তাছার ক্রোধ শান্ত হয়। ফেরিস্তা বলেন, এই বিশাল যুদ্ধে পাচলক্ষ হিন্দু নিহত হইয়াছিল । মিঃ সিউএল ফেখ্রিস্তার এই সকল বিবরণ নিতান্ত অতিরঞ্জিত বলিরা মনে করিয়াছেন । ফলতঃ ফেরিস্তা এতৎসম্বন্ধে যে বিস্তৃত বিবরণ লিখিয়াছেন, তাহাতে অনেক অলীক কথারও অবতারণ করা হইয়াছে। ফেরিস্তার গ্রন্থকার স্বজাতীয়দের মুখে অনেক অতিরঞ্জিত ঘটনা শ্রবণ করিয়াই মহম্মদ শাহের কীৰ্ত্তিগৌরব-বর্ণনায় অতিরঞ্জনের আশ্রয় शहेग्रांtछ्न । যাহাই হউক, এই যুদ্ধে উভয় পক্ষের যে বিপুল ক্ষতি হইয়াছিল, তাহাতে আর সন্দেহ নাই। এই যুদ্ধের অবসানে ক্ষিয়ৎকাল উভয় শাসনকর্তৃদ্বন্ধের মধ্যে যুদ্ধবিগ্রহ সংঘটিত হয় নাই। ফেরিস্তায় বুরায়কে কৃষ্ণরায় নামে অভিহিত করা হইয়াছে। মল্লিনাথ হাজিমল নামে অভিহিত হইয়াছেন । এইরূপে জাপরা