পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যানগর মধ্যেই প্ৰপীড়িত হইয়া উঠে। ইহা দেখিয়া সামন্তরাজগণ র্তাহাকে নিৰ্য্যাতিত করিতে উদ্যোগ করেন। রাজমাতুল এই সময়ে বিজয়পুরের ইব্রাহিম আদিল শাহের সাহায্য গ্রহণ করেন। মুসলমানদিগের প্রাকৃর্তাব দেখিয়া সামস্তরাজগণ কিয়দিন অৰনত মস্তকে প্রতীক্ষা করিতেছিলেন, কিন্তু মুসলমানগণ চলিয়া গেলেই সামন্তরাজগণ রাজমাতুলকে প্রাসাদ মধ্যে অবরুদ্ধ করেন। রাজমাতুল দুঃখ কষ্ট সহ করিতে না পারিয়া আত্মহত্যা করিয়া নিস্তার পাইলেন। এই ঘটনার পরে রামরাজ আবার সদাশিবের নামে বিজয়নগরের শাসনপরিচালন কাৰ্য্য করিতে লাগিলেন। সদাশিব নাম মাত্র রাজা ছিলেন। ফলতঃ রামরাজই প্রকৃত য়াজ। সদাশিবের পরেই নরসিংহ-রাজবংশের নাম রামরাজ অন্তহিত হয়। অতঃপর রামরাজের বংশ বিজয়নগরের রাজবংশের ইতিহাসে পরিদৃষ্ট হয়। এই রামরাজ মন্ত্রী ছিলেন। তাহ পূর্বেই উল্লেখ করা হইয়াছে। রামরাজের পিতামহ রামরাজ নামেও অভিহিত হইতেন । ইহার পুত্রের নাম শ্রীরঙ্গ। শ্ৰীয়ঙ্গেয় আরও একট নাম ছিল—ত্রীরঙ্গ রাম নৃপতি, শ্রীরঙ্গও মন্ত্রী ছিলেন। ইনি তিরুমল বা তিরুমলাম্বিকা দেবীর পাণিগ্রহণ করেন । ইহার তিন পুত্র হয়জোষ্ঠের নাম রামরাজ —ইনিই প্রথমে ইহাদের বংশের কার্য্য মন্বিত্ব পদের প্রসাদে রাজপদে প্রতিষ্ঠিত হন। ইহার অপর দুষ্ট ভ্রাতা ছিলেন---এক জনের নাম তিন্ম বা তিরুমল-অপর নাম বেঙ্কট বা বেঙ্কটাদ্রি । তিস্ম বা তিরুমলের কথা পরে বলা হইবে । 灘 রামরাজ আদিল শাহেয় সহিত ঘটনাক্রমে একবার সন্ধি করেন। কিন্তু সময় ও সুবিধা বুঝিয়া সহসা সে সন্ধি ভঙ্গ করিয়া আদিলশাহীদের অধিকৃত রাজ্যের কিয়দংশ স্বীয় অধিকারের সামিল করেন । কিন্তু ইহার পরিণাম বিষময় হইয়া উঠে । আলী আদিল শাহ গোলকুণ্ডা, আহ্মদনগয় ও বিদর্ভ রাজাদের সহিত সন্মিলিত হইয়া রামরায়ের বিরুদ্ধে তালিকোটে আসিয়া সমবেত হন। ইহার একত্র কৃষ্ণা নদী পার হইয়া দশ মাইল দূরে রামরাজের সৈন্তদিগকে আক্রমণ করেন। সমবেত শক্তির প্রবল আক্রমণেও সুচতুয় রামরায় অনেকক্ষণ যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু তিনি অবশেষে নিরূপায় দেখিয়া পলারনের উদ্যোগ করিলে মুসলমান সেনারা তাহার অনুসরণ করিল। বাহকের পান্ধী ফেলিয়া পলাষ্টয়া গেল। তিনি বন্দী হইয়া আদিল শাহের সম্মুখে আনীত হইলেন। আদিল শাহ তাহার মুগু ছেদন করিলেন। ১৪৬০ খৃষ্টাব্দে তালিকোটায় এই ঘটনা ঘটয়াছিল। এদিকে মুসলমান সেনা বিদ্যানগরে প্রবেশ করার


or or * *.

[ съ; } 3 বিদ্যানগর পূৰ্ব্বেই সদাশিব রায়ালু পেরকোণ্ডার পলায়ন করেন। ১৫৭৬ श्रृंहेोप्क उँशब्र शृङ्का श्छ । রামরায়ের পতন সম্বন্ধে আরও একটা বৃত্তান্ত শুনিতে পাওয়া যায়। কৈশর ফ্রেডরিক নামক জনৈক পৰ্য্যাটক তালিকোটার মুদ্ধের দুই বৎসর আগে ঘটনা স্থলে উপস্থিত হন। তিনি লিথিয়াছেন, রামরাজের সেনার মধ্যে দুইটী মুসলমান সেনানায়কের বিশ্বাসঘাতকতাতেই রামরায় পরাস্ত হইয়াছিলেন। যে কারণেই রামরায়ের পতন হউক, কিন্তু তাহার পতনের সঙ্গে সঙ্গেই সুবিশাল বিস্তানগর বিধ্বস্ত হওয়ার কারণ উপস্থিত বিদ্যানগর ধ্বংস হয়। রামরায়ের হত্যাসংবাদ প্রচারিত হইলে পর হিন্দুসৈন্তগণ চারিদিকে পলায়ন করিতে আরম্ভ করে, হিন্দু রাজন্তবর্গ নিরতিশয় ভীত হন, কেহ কেহ বা পরাক্রমশালী মুসলমান শাসনকৰ্ত্তাদেয় সহিত যোগদান করেন। ১৫৬৫ খৃষ্টাৰে মুসলমানের স্বকীয় প্রতাপে, বিদ্রোহী হিন্দুগণের সাহায্যে এবং হিন্দুরাজের বিশ্বাসঘাতক মুসলমান সৈন্তদের সহায়তায় বিদ্যানগর আক্রমণ আরম্ভ করে। এই সমরে যদিও বিদ্যানগরের পরিধি ৬০ মাইল হইতে ক্ষীণতর হইতে হইতে ২৭ মাইলে পরিণত হইয়াছিল, তথাপি ইহার রাজপথ, উষ্ঠান, রাজপ্রাসাদ, দেবমন্দির, নগর, হৰ্ম্ম্যাদি পাশ্ববৰ্ত্তী অন্তান্ত রাজন্তবর্গের রাজধানী অপেক্ষ অনেক গুণে শ্রেষ্ঠ ছিল । ববনসেনারা ক্রমাগত অবাধে ও নিৰ্ব্বিবাদে দশ মাস কাল আক্রমণ ও লুণ্ঠন করিয়া বিদ্যানগরের সমস্ত শোভাসম্পদ ও বিপুল বৈভব একবারে বিধ্বস্ত করিয়া সমৃদ্ধিশালী সৌন্দর্যময় বিদ্যানগরকে একবারে শ্মশানে পরিণত করিয়া ফেলিল, দেবালর চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া দেব বিগ্ৰহ ভাঙ্গিয়া ফেলিল, রাজপ্রাসাদ ভঙ্গ করিয়া ধনরত্নাদি লুণ্ঠন করিল, হাটবাজার ভাঙ্গিয়া গেল, অধিবাসীরা স্ত্রী পুত্র লইয়া মান প্রাণ রক্ষণার্থ পলাইয়া গেল। সিউএল বলেন, অতঃপর হীরঙ্গের দ্বিতীয় পুত্র তিরুমল ১৫৮৪ খৃষ্টাব্দ হইতে ১৫৭৩ খৃষ্টা পর্যন্ত রাজত্ব করেন। কিন্তু মিঃ সিইএলের প্রদত্ত বংশবল্লীতে দেখা যায় রামরাজের দুই পুত্র ছিলেন, জ্যেষ্ঠের নাম কৃষ্ণরাজ ও কনিষ্ঠের নাম তিরুমল রায় । কৃষ্ণরাজ আনগুওঁতে স্বীয় রাজধানী সংস্থপন করেন । তাহার সন্তান ছিল না । রামরাজের পুত্র বিদ্যমান থাকিতে র্তাহার কনিষ্ঠ কি প্রকারে রাজ্যলাভ করিলেন তাহার হেতুর উল্লেখ নাই । তিরুমলের চরি পত্নী ছিলেন যথা—(১) দেঙ্গলম্বা, (২) রাঘবাম্বা, (৩) পদবেম্বা ও (৪) কৃষ্ণবাম্বা । তিরুমুল ১৪৬৭ খৃষ্টাব্দে পেরকোণ্ডায় রাজধানী প্রতিষ্ঠিত করেন । ইহার তিন পুত্র (১) স্ত্রীরঙ্গ ওরফে বিশাৰী, (২) তিরুমলদেব ওরফে প্রদেব ও (৩) বেঙ্কটপতি । অপরপর রাজগণ زده ** گاه عه