পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপাশা [ ভোলার ঘাটে নদীবক্ষে সিন্ধু-পঞ্জাব ও দিল্লী রেলপথের একটা সেতু আছে। তৎপরে গ্রাগুট্যাঙ্ক রোডের সন্মুখে নৌকানিৰ্ম্মিত আর একটা সেতু আছে। বস্তায় বালুকার চর পড়ায় বৎসর বৎসর নদীর গতির অনেক পরিবর্তন হইয়া থাকে। প্রায় ২৯০ মাইল ভূমি পরিভ্রমণের পর কাপুরথালা রাজ্যের দক্ষিণ সীমায় এই নদী শতক্রতে আসিয়া মিশিয়াছে। মার্কণ্ডেয়পুরাণে এই নদী হিমবৎ পাদবিনিঃস্থত বলিয়া खेल्लेिशिङ झ्हेग्नांtझ । "বিপাসা দেবিক বংফুর্নিস্টীর গগুকী তথা । কৌশিকী চাপগী বিপ্র হিমবৎপাদনিঃস্থতাঃ।” ( মার্কণ্ডেয়পু ৫৭১৮) খেদে বিপাশা আলীকীয়া নামে প্রসিদ্ধ। তৎকালে উহার অববাহিক প্রদেশও আজীক নামে প্রচারিত ছিল । - ( ঋক্ ৯৷১১৩২ ) মহাভারতে এই নদীর নামনিরুক্তির বিষয় এইরূপ লিখিত আছে। বখন বিশ্বামিত্র ও বশিষ্ঠের মধ্যে বিবাদ চলিতেছিল, তখন বিশ্বামিত্র রাক্ষসমূৰ্ত্তিতে বশিষ্ঠের শতপুত্র বিনাশ করিলে বশিষ্ঠ পুত্ৰশোকে অত্যন্ত কাতর হইয়া প্রাণ পরিত্যাগ করিতে কৃতসঙ্কল্প হন । তিনি পৰ্ব্বতাদি হইতেও লক্ষ প্রদান করেন, তাহাতেও বখন তাহার মৃত্যু হইল না, তখন তিনি বর্ষাকালে নূতন জলে পরিপূর্ণ এক শ্রোতস্বতী নদীকে দেখিয়া চিন্তা করিতে লাগিলেন যে, আমি এই নদীজলে নিমগ্ন হইয়া প্রাণত্যাগ করি। পরে তিনি পাশদ্বারা আপনাকে দৃঢ়ৰূপে বদ্ধ করিয়া সেই মহানদীর জলে নিমগ্ন হইলেন। তখন সেই নদী তাহার রজুচ্ছেদনপূর্বক তাহাকে পাশমুক্ত করিয়া স্থলে পরিত্যাগ করিল। তখন তিনি পাশ হইতে মুক্ত হইয়া ঐ নদীর নাম বিপাশা রাখিলেন । ( ভারত ১১৭৮ অ” ) এই নদীর জলগুণ—সুশীতল, লযু, স্বাছ, সৰ্ব্বব্যাধিনাশক, নিৰ্ম্মল, দীপন ও পাচক, বুদ্ধি, মেধা ও অাধুর্বদ্ধক। শতদ্রোৰ্বিপাশাযুজঃ সিন্ধুনষ্ঠা: স্বশীতং লঘু স্বাকু সৰ্ব্বাময়ত্বমূ। জলং নিৰ্ম্মলং দ্বীপনং পাচনঞ্চ প্রদত্তে বলং বুদ্ধিমেধায়ুৰ্যশ্চ " ( রাজনির্ঘন্ট) দেবীভাগবতে লিথিত আছে যে, বিপাশা নদীর তীর একটা পীঠস্থান, এই স্থানে অমোঘাক্ষী দেবী বিরাজিত আছেন। শবপাশায়ামমোঘাক্ষী পাটল পুও বর্ধনে।”(দেবীভাগ ৭৩-৬৫) নরসিংহপুরাণের মতে বিপাশাতীয়ে যশঙ্কর নামে বিষ্ণুমূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে । “वनंइब्रः वेिशाश्वांब्रां९ भांश्अिठाit झ्ठांननम्।"(मब्रनिश्शू ०३अ') XVIII - *खरे ૭86. ] বিপিনতিলক ( ক্লী ) ছন্দোভেদ । বিপুলতা (बि) सिद्धिः পাশে ৰত। ৩ পাশৰঞ্জিত, পাশাস্ত্রহীন । “নিৰাপারঃ কৃতস্তেন বিপাশে বরুণো মৃধে।" (হরিবংশ ৪৭e৮) বিপাশিন (ত্রি ) পাশবিযুক্ত। পাশবিমুক্ত। বিপিন (ক্লী) বেপস্তে জনা বক্রেতি (বেপিতুৰোহঙ্কশ । উ, ২৫২ ) ইভি ইন হ্রস্বশ । ১ বন, কানন। “যচ্চিত্তিতং তদিহ দূরতরং প্রয়াতি যচ্চেতলা ন গণিতং তদিহাভূৈিপতি। প্রাতর্ডবামি বসুধাধিপচক্ৰবৰ্ত্তী সোহহং ব্ৰজামি বিপিনে জটিলস্তপস্বী ॥” ( মহানাটক) (ত্রি ) ২ ভীতিপ্রদ। এই ছনের প্রতি চরণে ১৫টা করিয়া অক্ষর থাকে, তাহার মধ্যে ৬, ১০, ১২, ১৩, ১৫ অক্ষর গুরু, তদ্ভিন্ন অক্ষর লঘু। লক্ষণ— “বিপিনতিলকং নসন রেফযুগের্ডবেৎ" "বিপিনতিলকং বিকসিতং বসন্তাগমে মধুক্তমদৈমধুকয়ৈ রণদ্ভিবৃতম্। 蠍 মলয়মরুত রচিতলাস্তমালোকয়ন্‌ ব্ৰজযুবতিভিধিহরতিষ্ম মুগ্ধোহত্নিঃ ॥” ( ছন্দোম” ) বিপড়ম্ (অব) বিশেষরূপে পীড়া দিয়া। বিপুংসক (বি) পুৰোহিত। অমান্থধিক। বিপুংসা (স্ত্রী) পুরুষের ভয় প্রকৃতিবিশিষ্ট রমণী। ( পারস্করগুৰু” ২৭ ) বিপুত্র (ত্রি) বিগত পুত্রে যন্ত। পুত্ররহিত, পুত্রহীন। জিয়াং টাপ। ৰিপুত্র, পুত্রহীনা। বিপুরম (ত্রি) মলমূত্রবিবর্শিত। ' বিপুরুষ (ত্রি) বিগত পুরুবাে যস্ত। পুরুষ রহিত। পুরুষশূঙ্গ । বিপুল ( ত্রি ) বিশেষেণ পোলতীতি বি-পুল-মহন্ত্ৰে ক । ১ বৃহৎ, বড়। ২ অগাধ । ( মেদিনী ) ( পুং ) বি-পুল-ক । ৩ মেরুর পশ্চিমস্থ ভূধর। এই পৰ্ব্বত মুমেরুর বিষ্কন্তু পৰ্ব্বতের অন্ততম | “বিপুলঃ পশ্চিমে পার্থে স্থপাশ্বশ্চোত্তরে স্বতঃ।”(বিষ্ণুপু” ২৷৩১৭) ইহা একট পীঠস্থান, এই স্থানে বিপুল দেবী বিরাজিত৷ द्धि८िछ्न् । “বিপুলে বিপুল দেবী কল্যাণী মলয়াচলে।"(দেবীভাগ- ৭৩-৬৬) ৪ সুমেরু । ৫ হিমাচল । ৬ বহুদেবপুত্র। ভোগবত ৯২৪৪৬) ৭ রাজগৃহের অন্তর্গত পঞ্চশৈলের একটা । [ রাজগৃহ দেখ। ] বিপুলক (ত্রি) পুলকহীন। বিপুলত (স্ত্রী) বিপুলত ভাব তলুটাপ ৰিপুলের ভাব বা ধৰ্ম্ম, বৃহত্ত্ব, বিপুলত্ব।