পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গন্ধবর্তী [ ২৮ ] গন্ধবন্ধু কাশীখণ্ডের মতে যাহারা গীতশাস্ত্রাভিজ্ঞ, গান করিয়া রাজ রাজড়ার মনস্তুষ্টি করিতে পারে এবং ধনলোতে মোহিত হইয়া ধনশালী মানবগণকে গীতি দ্বারা স্তুতি করে, রাজা প্রসন্ন হইয়া বস্ত্র প্রভৃতি দান করিলে যে তাঁহা ব্রাহ্মণদিগকে দান করিয়া থাকে, গানেই যাহাঁদের অতিশয় প্রীতি এবং নাট্যশাস্ত্রেও বিশেষ পারদর্শিত আছে, তাহার গন্ধৰ্ব্বলোক প্রাপ্ত হইয় পরমসুখে কালযাপন করে। (কাশীখণ্ড) গন্ধৰ্ববধূস্ত্রী) গন্ধৰ্ব্বস্য বরিব। ১ টা। ২ টাড় নামক গন্ধদ্রব্য। গন্ধৰ্ববিদ্য৷ ( স্ত্রী ) গন্ধৰ্ব্বাণাং বিদ্যা ৬তৎ। সঙ্গীতবিদ্যা। গন্ধৰ্ববিবাহ (পুং) গন্ধৰ্ব্বমতানুসারী বিবাহঃ মধ্যপদলো । আটপ্রকার বিবাহের অন্তর্গত একপ্রকার বিবাহ, কেবল কস্ত। ও বয়ের অভিপ্রায় অনুসারে প্রতিজ্ঞfপাশে বদ্ধ হইয়া যে বিবাহ হইয়া থাকে । [ গান্ধৰ্ব্ব দেখ। ] গন্ধর্ববেদ (পুং ) গন্ধৰ্ব্বাণাং বেদঃ ৬তৎ। সঙ্গীতের মূলগ্রন্থ সামবেদের উপবেদ বিশেষ। শৌনকোত্ত চরণব্যুহের মতে আয়ুৰ্বেদ গন্ধৰ্ব্ববেদের উপবেদ, যজুর্বেদের ধমুর্বেদ, সামষেদের গন্ধৰ্ব্ববেদ ও অথর্কের উপবেদ শস্ত্রশাস্ত্র । গন্ধৰ্ব্বহস্ত (পুং ) গন্ধৰ্ব্বস্য মৃগবিশেষস্য হস্ত: পাদইব পত্রমস্য বহুত্ৰী। এরগুবৃক্ষ । গন্ধৰ্ব্বহস্তক (পুং ) গন্ধৰ্ব্বহস্ত স্বার্থে কন্‌। সুশ্রীতের মতে ইহা হইতে লষণ উৎপন্ন হয় । গন্ধকী ( স্ত্রী ) গন্ধৰ্ব্ব-জাতিত্বাৎ ডীপূ। ১ গন্ধৰ্ব্বজাতীয় স্ত্রী। গন্ধৰ্ব্বাণাং পত্নী গন্ধৰ্ব্ব-ঙীম্‌। গন্ধৰ্ব্বের পত্নী, গন্ধৰ্ব্বের বিবাহিত স্ত্রী । ৩ সুরভীর কন্ঠ । ৪ অশ্বজাভীর জননী । গন্ধলতা (স্ত্রী ) গন্ধযুক্ত লতা । প্রিয়ঙ্গু । ( শব্দার্থচিন্তামণি ) গন্ধলোলুপ (স্ত্রী) গন্ধেন লোলুপ ততৎ। মধুমক্ষিক। গন্ধবৎ (ত্রি ) গন্ধে বিদ্যতেইস্য গন্ধমতুপ মস্য ব: গন্ধযুক্ত । “গন্ধবদ্ধধিরচন্দনোক্ষিতা।” ( রঘু ) গন্ধবতী (স্ত্রী ) গন্ধবৎ-উীপূ। ১ পৃথিবী । ২ মৎস্যগন্ধ, ব্যাসের মাত ; ইহার অপর নাম সত্যবতী ! মহাভারতে লিথিত আছে যে, জালিকক মৎস্যগন্ধা পিতার অাদেশে নৌকা বাহিয়া যাত্রিদিগকে নদী পার করিয়া দিত। একদিন পরাশয় মুনি পার হইবায় কালে তাহাকে দেখিয়া মাতিয়া উঠিলেন এবং মৎস্যগন্ধার গায়েয় দুর্গন্ধে তাহার ধারে যাইতে ন পারিয়া তপোষলে তাহাকে স্বগন্ধযুক্ত कब्रिग्रां लहेtशन । cनईलिन झहे८ङहे ऊांझाँग्न नांभ १झदउँौ হইল । ( ভারত ১৬৩ অঃ ) ৩ মুর । ( মেদিনী ) ৪ নষभझिक । (ब्रङ्गभांण ) 8 भूम्नांनाभक श्रृंझङ्गता । ( छप्ले१िञ्च ) ৫ বায়ুপুী। ইহা বরুণপুরীর উত্তরভাগে অবস্থিত। এরও বৃক্ষ । “ইমাং গন্ধবতীং রম্যাং পুরীং বায়োর্বিলোকয় । বারুণ্য৷ উত্তরে তাগে মহাভাগ্যনিধে দ্বিজ ।” (কাশী" ১৩ অঃ) ৬ গঙ্গা । “গঙ্গা গন্ধবতী গৌরী গন্ধৰ্ব্বনগরপ্রিয়া।” ( কাশী-২৯৪৯ ) ৭ পুরীজেলার অন্তর্গত পুণ্যক্ষেত্র ভুবনেশ্বরের নিকট প্রবাহিত একটী ক্ষুদ্র নদী। এই নদীর অনেক স্থানে প্রায় জল থাকে না, সকল সময়েই লোক হঁটিয়া পায় হয় । পূৰ্ব্বে ইছ আরও খানিকট বিস্তৃত ছিল, অদ্যপি এই নদীর গৰ্ত্তে হিন্দুরাজনিৰ্ম্মিত পুরাতন আঠারনালার ভগ্নাবশেষ কতক কতক দেখিতে পাওয়া যায়। ক্ষুদ্র হইলেও এই নদী হিন্দুদিগের নিকট অতি পবিত্র তীর্থ বলিয়া গণ্য । একাম্রপুরাণে লিখিত আছে— “পুরাসেী ভগবান রুদ্রে ক্ষেত্রজ্ঞো ভূতভাবন: । ভূতানাঞ্চ হিতার্থায় চক্রে গন্ধবর্তাং নদীম্‌ ॥...... স্বর্ণকুটগিরে পৃষ্ঠে সরিদেষ সনাতনী । প্রচ্ছন্নরূপিণী গঙ্গা শিবোপাসনতৎপর ॥ দক্ষিণাবর্তমালভ্য ক্ষেত্ররাজাৎ পরেতরাং । নাম গন্ধবতী খ্যাত। ষাতি গঙ্গা সরিদ্বর ॥” ১৭ অঃ । স্বয়ং ভগবান রুদ্র ভূতগণের মঙ্গলবিধানেয় জন্য সৰ্ব্বপাপহারিণী কীৰ্ত্তি প্রদায়িনী প্রচ্ছন্নরূপিণী গন্ধবতী নামী গঙ্গাকে স্বর্ণকুটে উৎপাদন করিয়াছিলেন । কপিলসংহিতার মতে রুদ্রের জটাকলাপ মধ্যে ভ্রমমাণ গঙ্গাকে ভগীরথ আনয়ন করেন, সেই ভ্রমমাণ ত্রিকোটি, কুলতারিণী গঙ্গা হইতে হিমালয় আদিগঙ্গাকে নিঃসারিত করেন, মুনিগণ সেই আদিগঙ্গাকেই গন্ধবতী বলিয়া থাকেন। সেই গন্ধবর্তী স্বর্ণকুটাচলে প্রবাহিত হইতেছেন। “জটা কলাপে রুদ্রস্য ভ্রমমাণ মহাতপা: | নীতা তীরথেনৈব গঙ্গা ত্ৰৈলোক্যপাবিনী ॥ ৪৮ ৷৷ তাং ক্ষেত্রমধ্যে হিমবান সসৰ্জ শিবভক্তয়ে . . আদ্যাং গঙ্গাং বিদুস্তান্তু ত্রিকোটিকুলতারিণীম্। পুণ্যাং গন্ধবতী নাম মুনয়ো ব্ৰহ্মবাধিনঃ ” ৫• । কপিলসংহিতা ১৭ অঃ । শিবপুরাণের মতে দক্ষিণসমুদ্রেয় নিকট বিন্ধ্যপাদ হইতে এই গন্ধবতী নদী নিঃস্থত । “শ্ৰীমদ্ভুৎকলকে ক্ষেত্রে দক্ষিণার্ণবসন্নিধে । বিন্ধ্যপাদোস্তুবাদিত্যা ন্যাস্তে পূৰ্ব্বগামিনী ॥ সয়িত্তস্থম্ভবা হোক নামা গন্ধবতী শ্রুত ॥” উত্তরখণ্ড ২৬ অঃ। গন্ধবধু (স্ত্রী) গন্ধযুক্ত বধুরিব। ১ শঠী । ২ চড়ানামক গন্ধদ্রব্য । গন্ধবন্ধু (পুং ) গন্ধস্য বন্ধুরিষ। আম্রবৃক্ষ।