পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গর্দভ একবার লইরা গেলে অনায়াসে সেই পথ চিলিয় আসে। ভিড়ের মধ্যে আপন প্রভুকে চিনিয়া লইভে পারে। পৃষ্ঠের ভার অতিরিক্ত হইলে নড়ে না। তবে চলিয়া যায়। গৰ্দ্দভের ডাক কৰ্কশ । এই জন্ত কোন গায়কের গলার স্বর কর্কশ হইলে তাহাকে গর্দভের সহিত তুলনা করা হয়। সাধারণতঃ লোকের ধারণ গৰ্দ্দভের মত নিৰ্ব্বোধ পশু অtর নাই। এই জন্য কোন মনুষ্যকে নিৰ্ব্বোধ বুঝাইতে হইলে গর্দভের সহিত তুলনা দেয়। গৰ্দ্দভের দুগ্ধ অজীর্ণের পক্ষে বিশেষ উপকারী। স্তন্য দুগ্ধ অভাবে গর্দভের দুগ্ধ পান করিয়া অনেক শিশু জীবন ধারণ করিয়াছে। এদেশে সাধারণতঃ ধোপাদিগের কাপড়ের মোট বহিষার জন্য গর্দভের ব্যবহার দেখা যায়। ইহারা স্বল্পেই তুষ্ট। তৃণপত্র ইত্যাদি আহারেই ইহাদের তৃপ্তি। এগার মাস গর্ভধারণ কয়িয় গর্দভী সস্তান প্রসব করে । ৩৪ বৎসরে বড় হইয় উঠে। গর্দভ ২০২২২৪ বৎসর পর্য্যন্ত জীবিত থাকে । ইহীদের চৰ্ম্ম স্থিতিস্থাপক, ইছাতে পার্চমেণ্ট, জয়ঢাক, জুতা, পুস্তকের মলাট প্রভৃতি প্রস্তুত হয় । গৃহপালিত গর্দভ অপেক্ষ বন্য গর্দভ অনেক বলিষ্ঠ । তাহাদের চৰ্ম্মও সমধিক চিকণ । তুরস্কের সিরিয়া অঞ্চলে ইহারা দেখিতে অনেকট সুন্দর। সেখানকার রমণীগণ ইহাদিগকে বিশেষ ষত্বে পালন করেন। আরবেরা ইহার উপর চড়িয়া বেড়ায় কৃষিকার্ষ্যেও গর্দভ লাগাইয়া থাকে। জেরুজিলমে পূৰ্ব্বে বড় বড় লোক ও পুরোহিতগণ গৰ্দ্দভে চড়িয়া বেড়াইতেন । কিন্তু মিসরবাসী লোকেরা ইহাদিগকে অমঙ্গল মনে করিয়া বড়ই ঘৃণা করিত। তাহারাই প্রথমে নিৰ্ব্বোধ লোককে গর্দভ বলিয়| বিষ্ক্রপ করিত । ভারত ও আফ্রিকার গর্দভেরা থৰ্ব্বকায় ও দুৰ্ব্বল। আফ্রিকার কাইরে, লিবিয়া, নিউমিডিয়া প্রভৃতি দেশের বনে অনেক গর্দভ আছে। সেথানকার লোক ইহার মাংস ভক্ষণ করে। মধ্য এসিয়াতেই গর্দভের পাল অধিক । গ্রীষ্মের সময় এই দল উত্তরে ইউরাল পৰ্ব্বত পর্য্যন্ত যায় । অার শীতের সময় ভারত গ্রান্তে আসিয়া উপস্থিত হয়। এই দলের একজন করিয়া দলপতি থাকে, সেটা সৰ্ব্বাপেক্ষা সতেজ, দ্রুতগামী ও চতুর। শিকারীরা তাহাকে ধরিতে পারিলে কৃতাৰ্থ মনে করে। পূৰ্ব্বে য়ুরোপে গর্দভ ছিল না । অল্পকাল হইল সেখানে গিয়াছে । ইংলণ্ডের দরিত্র লোকে ইহার বিশেষ আদর করে। স্পেনের লোকে বিশেষ আদর করে दशिङ्गांहे श्छैक अशदl cनथांमकांग्न छण ७t१हे इडेक ¢णर्षांप्न গর্দভগুলি অপেক্ষাকৃত বলিষ্ঠ ও সুত্র । সেখানে গর্গতের [ २४” ] গর্দভ § 緩 মূল্যও কম। একটা ঘোড়ার মূল্যের কুড়িভাগের একমাত্র। অশ্ব ও গর্দভের সঙ্গমে চুইজাতীয় অশ্বতর জন্মে। এক গর্দভের ঔয়সে অশ্বিনীর গর্ভে আর এক অশ্বের ঔরসে ও গর্দভীর গৰ্ত্তে জন্মে। ইংরাজীতে পূৰ্ব্বোঙ্কগুলিকে মিউল Male ও শেষোক্তগুলিকে হিনী (Hinny) বলে। মিউলগুলি বৃহৎ বলবান ও মুগঠন। গর্দভের ছাড়ে পূৰ্ব্বকালে একপ্রকার বংশী প্রস্তুত হইত। ভারতের কচ্ছ, গুজরাট, জশলমীর ও বিকনীর প্রদেশে গোখুর নামক একপ্রকার বন্য গর্দভ দৃষ্ট হয়। গর্দভের স্ত্রাণশক্তি অতিশয় প্রবল। চৰ্ম্ম স্থল। স্থল বলিয়া কশাঘাত করিলেও বিশেষ ক্লেশ বোধ করে না । ভারতের গর্দভ ধূসরবর্ণ। আরব প্রভৃতি দেশের গর্দতের ঈষৎ রক্তপর্ণ। পূৰ্ব্বে আফ্রিকা ও য়ুরোপে গর্দভ ছিল না। আরব হইতে মিসরে নীত হয় এবং তথা হইতে গ্ৰীশ, গ্ৰীশ হইতে ইতালি, তথা হইভে ফ্রান্স এবং ফ্রান্স হইতে জৰ্ম্মণি, ইংলও, সুইডেন প্রভৃতি নানাদেশে ছড়াইয়া পড়িয়াছে। শীত-প্রধান দেশে গর্দভ দুৰ্ব্বল ও থৰ্ব্বাকার হর গর্দভ স্বভাবতঃ দ্রুতগামী ও ভয়ঙ্কর । কিন্তু ধৃত হইবার অল্পদিন পরেই স্বভাবের পরিবর্তন হর । তখন ভtহার নিরীহ হইয় পড়ে। সকল পশু অপেক্ষা গর্দভ অতি শীঘ্র পোষ মানে। যে স্থানের জল ভাল বলিয়। ইহার বোধ হুইবে নিতাই সেইজল পান করিবে । জলপান করিবার সময় ঘোটকের মত জলেয় তিতর নাসিক ডুবাইয়া দেয় না । ইহার ঘাসের উপয় গড়াগড়ি দিতে বড় ভালবাসে । জলে নামিতে ইহাদের বড় ভয় । শিশুকালে ইহারা দেখিভে সুন্দর। স্বভাবও অনেকটা চতুর থাকে। তখন হইতে শিক্ষা না দিলে বড় হইয়া মন্দমতি বুদ্ধিহীন ও অবাধ্য হয়। ইহাদের অপত্যস্নেহ বেশ দেথা যায়। গৰ্গত ও গর্দভৗভে ভালবাসাও বেশ । গৰ্দ্দভের পৃষ্ঠে অধিক ভার চাপাইয়া দিলে মস্তক ও কর্ণ নত করিয়া থাকে । তখন মুথব্যাদান করিয়া ওষ্ঠস্বয় এরূপে টানে যে তাহাতে বড়ই কদাকার দেখার। চক্ষু ঢাকা থাকিলে গর্দভ চলে না । ইহাদিগকে শোয়াইয়া যদি তাহার একচক্ষু ঘাসে ও অপর চক্ষু পাতা ব! টিল দিয়া ঢাকিয়া রাখা যায়, তাহা হইলে গর্দভ নড়িবে না, সেই অবস্থাতেই থাকিবে । ইহার ঘোটকের ন্যায় লক্ষ দিতে ও দ্রুত গমন করিতে পারে। কিন্তু অতি শীঘ্র क्लांख् इहैब्रां •icफ़ । ५कदांङ्ग क्लांख रुहेरण गश्टष यशंद्र করিলেও মড়িবে না । গিনিদেশের গর্দভ সেখানকার ঘোটক অপেক্ষ ব্লড় ও দেখিতে সুমায়। পারস্তে দুইপ্রকার গর্দভ দেখা যায়। _