পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“গর্দভ। এক প্রeার স্থূলকায় ও মনগামী, ইছারা ভারবহন করে । আর একপ্রকার সুপরিষ্কৃত মুক্ষরকায় গর্দভ আছে । তাছাতে छङ्गिभ्रां cणf८क ऐउरडङ: श्रृंभनtश्रृंगम क८ग्न ! ७८क दां८द्र অধিক শ্বাগ নির্গত করিতে পারিবে ও সহজে ক্লাস্ত হইয়া পড়িবেন বলিয়। পারস্তবাসীরা ইহাদের নাসিকাছিদ্র চিরিয়া প্রশস্ত করিয়া দেয়। এই গর্দভ কখন কখন ৪৫ শত টাকা মূল্যেও বিক্রয় হর । গৰ্দ্দতজাতি ঘোটক অপেক্ষা অধিক পরিশ্রম করিতে পারে । ইহাদের চৰ্ম্ম শুষ্ক ও অতিশয় শক্ত । এজন্য কীটদ্বার। আক্রান্ত হয় না। ইহার ঘোটক অপেক্ষা অরক্ষণ নিদ্রা যায়। শ্রাস্ত না হইলে শয়ন করে না। আরব ও মিসরের গর্দভগুলি যেমন দ্রুতগামী, তেমনি সাবধানী। কাইরো নগরের রাজপথে গর্দভদিগকে ভাড়া দিবার নিমিত্ত জিন ও লাগাম দিয়া রাখা হয় । বে ভাড়া দেয় সে চড়িয়া বায় । যtহার গাধা সে পশ্চাৎ পশ্চাৎ তাহাকে তাড়াইয়া লইয়া ষায় এবং সন্মুখস্থ লোকদিগকে সরাইবার জন্য চীৎকার করিতে থাকে। মুসলমান তীর্থযাত্ৰিগণ মক্কায় যাইবার সময় গর্দভে চড়িয়া যান । নিউবিয়া দেশের বড় বড় বণিকেরা গর্দভে আরোহণ করিয়া মিসরদেশে গমন করেন । যাইতে প্রায় দুইমাস সময় লাগে। গর্দভ এই দীর্ঘকাল পর্যটন করিয়াও ক্লাস্ত হয় না । আমেরিকায় পুৰ্ব্বে গর্দভ ছিল না। স্পেনের লোকেরা তথায় প্রথম গর্দভ পাঠায়। এখন গর্দভের ংশ বৃদ্ধি হইয়া তথায় অনেক গর্দভ হইয়াছে। ভাহার স্থানে স্থানে দলবদ্ধ হইয়া ভ্রমণ করে । ফাদ পাতিয়া ধরিতে হয়। গৃহপালিভ গর্দভের মাংস শক্ত। খাইতে ভাল লাগে না । তথাপি অনেকে থাইয়া থাকে। গালেন সাহেবের মতে এই মাংস অtহারে রোগ জন্মিবার সম্ভাবনা। ীেকেরা গর্দভের দুগ্ধে পূৰ্ব্বে অনেক ঔবধ প্রস্তুত করিত, এখনও কিছু কিছু করিয়া থাকে। স্থূলকায় অল্পবয়স্ক সুস্থ গর্দভী যে অল্প দিন প্রসব করিয়াছে, অথচ গর্দভে আসক্ত হয় নাই, এইরূপ গর্দভের যুদ্ধই সৰ্ব্বাপেক্ষা উত্তম। গর্দভীকে শাৰক হইতে विक्षिप्त कब्राहेब्रl थांग ७ षद श्रांशग्न कब्राहेब्र ब्रांषिप्ङ इग्न । v \ჯს• [ ২৬৯ ] গর্দভ - -: সেই গর্দভীর দুগ্ধ রোগীর পক্ষে বিশেষ উপকারঞ্জনক । ঐ হন্ধ শীতল হইলে ও বাতাস লাগিলে নষ্ট হর। গর্দভের রক্ত ঔষধে লাগে বলিয়া লোকের বিশ্বাস ছিল । এক্ষণে সে यिोग रुभिग्नाएझ् । हेरुtएनङ्ग बिईोम्न खेख्ब जोन्न झ्म्न । যুরোপের আল্পস পৰ্ব্বত হইত্তে নামিৰায় সময় গর্দভ যেরূপ বুদ্ধিমত্তা প্রকাশ করে, তাহ দেখিলে আশ্চৰ্য্য হইতে হয়। পৰ্ব্বতে আরোহণ করিবার পথ বড় ভয়ানক । এক দিক্ উচ্চ, অপর দিক্ অত্যন্ত গভীর । কোথাও উন্নত, কোথাও অবনত । গর্দভ ব্যতীত আর কোন পশু সে পথে নামিতে পারে না । নামিবার সময় উহার किग्न९क५ श्ञि झट्टेग्ना नैंiफ़ाहेब्रा cनाथ । किङ्ग८* cयन দিকে নামিবে তাছা একবার ভাবিয়া লয়। সে সময়ে আরোহী সহস্র আঘাত করিলে ও নড়ে না । কেবল সেই গভীর গর্তের প্রতি চাহিয়া থাকে। ভয়ে কম্পিত কলেবর হইয়া মধ্যে মধ্যে চীৎকার কয়ে । যখন নামিতে আরম্ভ করে, তখন সম্মুখের পা এরূপে ফেলে, বোধ হয় যেন দাড়াইবার চেষ্টা করিতেছে । পরে পশ্চাতের পী জড় করিয়া আনিয়া সম্মুখের পা সম্মুখের দিকে প্রসারিত করে। এই ভাবে থাকিয়া একবার নীচের দিকে দৃষ্টিপাত করে। পরক্ষণেই দ্রুতবেগে নামিতে থাকে । সে সময় আরোহীকে লাগাম আল্প দিয়া রাখিতে হয়। লাগামে টান পড়িলে গর্দন্ডের হঠাৎ গতিরোধ হয়। ভাহাতে গর্দভ ও আরোহী উভয়ে নিমে পড়িয়া গিরা প্রাণ হায়াইভে পারে। আরোহী লাগাম আল্লা দিয়া জিনের সহিত আপন কটিদেশ বাধিয়া রাখে। এইরূপ পাৰ্ব্বতীয় পথে গর্দভের অবতরণ দেখিলে চমৎকৃত হইতে হয় । গর্দভ সম্বন্ধে অনেক আশ্চর্য্য কথা শুনা গিয়াছে। ১৮১৬ খুষ্টাবো কাপ্তেন ডণ্ডাস মাণ্টা উপদ্বীপে ছিলেন। ভাহার জন্য একট। গর্দভ ক্রয় করিয়া জিব্রাল্টার হইতে জাহাজে করিয়া মাণ্টায় লইয়া যাইতেছিল। সমুদ্রের ভয়ানক তরঙ্গে জাহাজখানি চড়ায় ঠেকিল। তথা হইতে কুল অধিক দূরে নহে। গৰ্দভ সেই তরঙ্গে সীতার দিয়া কুলে উঠিতে পারে কিনা দেখিবার জন্তু জাহাজের লোকের গর্দভকে জলে ফেলিয়া দিল । সকলে মনে করিল গর্দভ সেইখানেই পঞ্চভূ পাইল । কিন্তু গর্দভ স্বচ্ছদে কুলে উঠিয়া যাহার নিকট হইতে ক্রয় कब्र रुग्न, उांशंद्र निरुम्नेहे से*श्ङि इहेश । कूण इहेtछ cग স্বান এক ক্রোশেরও অধিক হইবে, অথচ সে পথে সে পূৰ্ব্বে कथन बांग्र नाएँ । বাইরে নগরের একটা গৰ্দ্দভের কথা শুনা গিয়াছে। সে