পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিঞ্জ -T- ---T কুলী খার অধীনে কয়েক বৎসর কৰ্ম্ম করেন। এই সময়ে তিনি ‘নক্স বড়ীরা’ নামে একটা ফবিতা রচনা করেন, ইহাতে নবাব জমান তাহার প্রতি সন্তুষ্ট হইয়। ঐ কবিতার এক একটা যুগ্মকের মূল্য স্বরূপ এক একট স্বর্ণ মুদ্র দিয়াছিলেন । ৯৭৫ হিঞ্জিরায় সম্রাট আকবরের সহিত যুদ্ধে খ জমানের মৃত্যু হইলে গিজালী আকবরের আশ্রয় গ্রহণ করেন। সম্রাটু তাহাকে দিল্লীতে লইয়া গিয়া নিজকাৰ্য্যে নিযুক্ত করেন এবং “মালিক-উস্ শোজা’য়া” (কবিদিগের রাজা) উপাধি দিলেন । ভারতবর্ষে কবিদিগের মধ্যে ইনিই সৰ্ব্বপ্রথম এই উপাধি প্রাপ্ত হন। অকবরের গুজরাষ্ট্র জয়কালে গিজালী তাহার সঙ্গে ছিলেন। তথায় ৯৮% হিজিরায় উপদংশরোগে তাহার মৃত্যু ঘটে এবং তথাকার আহ্মদাবাদ নগরের সিরকিজ নামক স্থানে গিজালীকে গোর দেওয়া ছয় । তিনি একখানি দিবান এবং “কিতাব-আসরার,” “রিশছাৎ-উল হৈজৎ” ও “মিরৎউল কাবনাৎ” নামে তিন খনি মসনবী রচনা করেন। সৰ্ব্বাপেক্ষ বৃহৎ মসনবীতে ৫০,০০০ ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা আছে। গিজিয়ানী, আফগানস্থানবাসী “কাথৈ পাঠানজাতির একট শাখা, খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে তৈমুরের সময়ও এই জাতির কোন নির্দিষ্ট বাসস্থান ছিল না। তাহার বংশধর উলুৰ্গবেগের রাজত্বকালে ইহার তাহার বিশেষ সাহায্য করিয়াছিল। কিন্তু উলুগ কুত-উপকার ভুলিয়া বিশ্বাসঘাতকতাপূৰ্ব্বক ইহাদিগকে কাবুল রাজধানী হইতে তাড়াইয়া দেন। পরে ইহার পেশাবর উপত্যকায় অসিরা বাস করে । এক্ষণে কাবুল ও স্বাৎ নদীর মধ্যবৰ্ত্তী উৰ্ব্বর ভূমিতে বাস করিতেছে। গিজিহল্লী, দক্ষিণাত্যের ধারবার প্রদেশের মন্তৰ্গত হানগল নগরের দুই মাইল দক্ষিণে অবস্থিত একথানি গগুগ্রাম । এখানে বাসবেশ্বরের একটা মন্দির আছে । ঐ মন্দিরের মধ্যে বাসৰ মূৰ্ত্তির দুইপাশ্বে ১১.৩ খৃষ্টাব্দে উৎকীর্ণ দুইখানি শিলালিপি বিদ্যমান। গিল্প, উত্তর-পশ্চিম প্রদেশের আলাহাবাদ হইতে ৪ মাইল দক্ষিণপশ্চিমে ও বরগড় রেল ষ্টেসন হইতে ১১ মাইল দক্ষিণে স্থিত একটী পাহাড়। বিন্ধ্যপৰ্ব্বতের যে স্থান হইতে তেন্স নদী প্রবাছিত হইয়া সমতলক্ষেত্রের উপর পড়িয়াছে, তাহারই নিকটে অবস্থিত । ইহার সৰ্ব্বোচ্চ শিখরটা ২ • • ফিট এবং সমুদ্রপৃষ্ঠ হইতে পৰ্ব্বতের উচ্চতার পরিমাণ ১৩২৬ ফিট হইবে । এই পাহাড়ের নিম্নতলের চারিধারের ভূমির বের প্রায় ৪ ক্রোশের অধিক। পাহাড়ের নিম্নদেশ [ ७७8 ] গঞ্জি ്~്റ്റ്-് *-i-eঅতিশয় ঢালু ও জঙ্গলে পরিপূর্ণ। এখানে একটাও মনুষ্যেত্ব गमाश्रम नाहे । ७ई छूछ१७ आणिांशबांश ७थरमt"छ दाग्न श्रृंद्र**ाब्र भ८५] अखर्मिदिछे, क्रूि ब्रांजपौछ भांमक्रिtङ्ग हेशं রেবারাজ্যের এলাকাভুক্ত লিখিত হইয়াছে। भाशcज़ खेfलाइ c५भicईक ग५ कहेकग्न शहैtण७ আয়াসসাধ্য ; এই স্থানে ২• • ফিট পরিধির একটা বৃহৎ ইদায় আছে। ইহার পর পর্বতের উপরে পথসমূহ অতি দুৰ্গম ও কণ্টক কীর্ণ জঙ্গলে আবৃত ৷ পাহাড়ের উপরে দক্ষিণদিকে একটা সমতল স্থান আছে। ঐ স্থানের উপরে পৰ্ব্বতগাত্র হেলিয়া ছাদের আকার ধারণ করিয়াছে । ঐ পৰ্ব্বতাশ্রম বা দালানটা লম্বে ১ •• ফিট ও প্রস্থে প্রায় ৫• ফিট । ঐ পৰ্ব্বতাগাত্রস্থ দালানের ছাদের উচ্চতা সৰ্ব্বত্র সমান নহে, কোথাও ২০ ফিট, কোথাও বা ২৫ ফিট দৃষ্ট হয়। দালানের পূর্ব ও পশ্চিম সীমা কৃত্রিম দেরাল দিয়া ঢাকা এবং সমগ্র সন্মুখভাগ খোলা । এই পাহাড়ের ঠিক মধ্যস্থলে পৰ্ব্বতগাত্রে উত্তরতারতীর প্রাচীন গুপ্তাক্ষরে খোদিত একখানি শিলালিপি পাওয়া যায়। ঐ শিলাফলকের অক্ষরগুলিতে ললরং দেওয়া ; অক্ষরের দুইপাশ্বে অনেক মনুষ্য ও জীব জন্তুর মূৰ্ত্তি থোদিত আছে । শক রাজগণের রাজত্ব সমরে উৎকীর্ণ শিল্পলিপিতে যেরূপ ভাষা দেখা যায়, এই খানির মুখপাতেরও ভাষা ঠিক সেইরূপ । ঐ ফলকথানি ৫২ সম্বৎসরে গ্রীষ্ম ঋতুর চতুর্থপক্ষে মহারাজ শ্ৰীভীমসেন কর্তৃক প্রদত্ত হয়। শিলাফলকে প্রাচীন গুপ্ত অক্ষর ও শঞ্চ ভাষা দেখিয়া ইহা সমধিক প্রাচীন বলিয়া বোধ হয় । গিঞ্জি (দেশজ ) ১ ঘেঁস, ঘনঘন । ২ জুপ্রবেশ । গিঞ্জি , প্রকৃত নাম শেনৰ্জী ) মাম্রাজ গ্রেসিডেন্সীয় দক্ষিণ আর্কট জেলার অন্তর্গত তিণ্ডিবনম তালুকের মধ্যে একট পৰ্ব্বতময় ভূভাগ ও গিরিদুগ । মানাজ নগর হইতে ৮২ মাইল দক্ষিণপশ্চিমে কৃষ্ণগিরি হইয়া সমুদ্র উপকূলে আসিবার পথে অবস্থিত । অক্ষা ১২° ১৫o ২৯' উঃ ও দ্রাঘি’ ৭৯, ২৬ ৮% পুঃ । গিরিদুর্গট অতিশয় পুরাতন । এই কারণেই বহুকাল হইতে এই স্থান ইতিহাস প্রসিদ্ধ। কিছু দিন পূৰ্ব্বে ঐ পৰ্ব্বতের নিম্নদেশে অল্পসংখ্যক গৃহ ব্যতীত একখানিও সমৃদ্ধিশালী গ্রাম ছিল না, গবমেণ্ট বাহাদুর গিঞ্জি নামট চিরস্থায়ী করিবার জন্য নিকটবর্তী বাগায়া গ্রামেয়ও গিঞ্জি নাম রাথিলেন । কেল্লার তিন ধারে রাজগিরি, কৃষ্ণগিরি ও চন্দ্রায়নদুর্গ নামক তিনটী পাহাড় আছে ; ঐ পাহাড় তিনট পরস্পর মুদৃঢ় প্রাচীয় দ্বারা সংলগ্ন। সুতরাং