পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরগুন ৩ উক্ত জেলার প্রধান নগর ও সদর । অক্ষা ২৬° ৪৪% ৮ উ:, দ্রাঘি ৮৩ ২৩ ৪৪' পূঃ । জেলার ঠিক মধ্যস্থলে রাপ্তী নদীকূলে অবস্থিত। প্রাচীন নগরের অবস্থানের উপর প্রায় ১৪• • খৃষ্টাকে এই নগর স্থাপিত হয়। এখানে জেলার সদর কাছারী, বিচারালয়, কারাগার, দাতব্য ঔযধালয়, মিউনিসিপালিটি প্রভৃতি আছে। গোরক্ষা ( স্ত্রী ) গবাং রক্ষা ৬তৎ । ১ গো-পালন । গাং রক্ষতি রক্ষ-আচ্‌ টাপ্‌ ৷ ২ যে স্ত্রী গোরক্ষা করে । গোরক্ষী (স্ত্রী) গোরক্ষ-ঙীয। ১ গোরক্ষদুগ্ধা । ২ কুম্ভতুম্বী। ৩ ক্ষুদ্র ক্ষুপবিশেষ, মালব দেশেই এই জাতীয় ক্ষুপ জন্মিয় থাকে । ইহার পর্য্যায়-সর্পদওঁী, সুদণ্ডিক, চিত্রলা, পঞ্চপর্ণিকা, গন্ধবহুল ও গোপাল । ইহার গুণ-মধুর, তিক্ত, শীতল, দাহ, পিত্ত, বিস্ফোট, বান্তি, অতিসার ও জরদোষনাশক । ( রাজনি) ইহার ফল খৰ্ব্বজা জাতীয়, বহুল গন্ধযুক্ত এবং গাত্ররেখাদ্ধার চিত্রিত। গোরখা, বৃক্ষবিশেষ গোর্গ দেখ। ] গোরস্তু (পুং স্ত্রী ) গবা বাচা রম্বুরিব। ১ পক্ষীবিশেধ। ২ লগ্নক । ৩ বনী । ( মেদিনী ) গেরট (পুং) গবি রটতি রট-অচ । দুর্মুখদির। ( রাজনি" ) গেরণ ( ক্লী ) গুর-ভাবে লুটি । উত্তোলন, উদ্যম । ( অমর ) গোরন্টল, মান্ডাজের কর্ণল জেলার অন্তর্গত ও কর্ণলনগর হইতে ৯ ক্রোশ দক্ষিণে অবস্থিত একটী গ্ৰাম । এখানে কতকগুলি প্রাচীন মন্দির ও তাঁহাতে শিলালিপি দৃষ্ট হয় । এখানকার মাধব স্বামীর মন্দিরে ১৫০৭ শকে উৎকীর্ণ বিজয়নগরাধিপ রঙ্গরায়ের অসুশাসন আছে । গেীরথ (পুং ) মগধদেশস্থিত একটি মনোরম পৰ্ব্বত। “গোরথং গিরিমসাধ্য দদৃশুমাগধং পুরম্ ।” ( ভারত ২১৯ অঃ ) গোরনেবু ( দেশজ) গোড়ানেবু। গোরবা ( আরবী মিশ্র ) গরীব, দরিদ্র, নিরাশ্রয়। গোরম! ( স্ত্রী) তৃণবিশেষ, গন্ধখড় । গোরমুগ (দেশজ) একপ্রকার যুগ। (Phaseolus sublo batu8) গোরভস (ত্রি) গেীঃ পয়স্তদূরভসং বেগোধার্য্যং যন্ত বহুব্রী। বীৰ্য্যবান । “হরিং যত্রে মন্দিনং দ্বক্ষন বৃধে। গোরভস মন্দ্ৰিভিৰ্বাতাপ্যং ” ( ঋক্ ১৷১২১৮) ‘অত্র গেtশন্ধঃ পরসি বর্ততে পয়োবলং তদ্বদ্বেগবস্তং বীৰ্য্যবস্ত মিত্যর্থঃ ” ( সারণ । ) গোরগুন ( গোলগুন শব্দজ ) একপ্রকার বৃক্ষ । ү § 8? [ ৫৬১ - ] গোরাচাদ গোরস (পুং ) গবাং রসঃ ৬তৎ । ১ গোকুগ্ধ। ২ দধি । ৩ তক্র, ঘোল । “আঢ্যানাং মাংসপরমং মধ্যানাং গোরসোত্তমম্। তৈলোত্তরং দরিদ্রাণাং ভোজনং ভরতর্যভ ॥” (ভারত ৫৩• অঃ) ৪ বাক্যগত রস। “কোরসো গোরসং বিনা ৷" ( উদ্ভট ) গোরসজ ( ক্লী ) গোরসাৎ জায়তে গোরস-জন-ড। ১ তক্র, ঘোল । ( রাজনি" ) (ত্রি ) ২ যাহ। গোরস হইতে উৎপন্ন হয়, গোরসজাত । গোরস্থান ( পারসী ) কবর। ( গোর দেখ । ] গোর ( গেীর শবাজ ) ১ গেীরবর্ণ। “গোরা ছিমু ভাবিতে ভাবিতে হৈমু কাল।” ( দেশজ ) ২ যুরোপীয়। ৩ যুরোপীয় সৈন্ত । গোরাচাদ, একজন মুসলমানধৰ্ম্মাবলম্বী ফকির, পীর গোরাচাদ নামে থ্যাত । প্রবাদ অাছে—তিনি মক্কা দর্শন করিয়া সুন্দল নামক ভৃত্য সহ ফিরিয়া আসিতেছিলেন, পরগণ। হাতিয়াগড়ের নিকট দুইটা পিশাচ আসিয়া তাহাকে আক্রমণ করে। অনেকক্ষণ যুদ্ধের পর একটা নিহত হয়, কিন্তু অপরটা গোরাচাদকে বিশেষরূপে আtহত করে ও র্তাহার কঁধি অবধি দ্বিখণ্ড করিয়া ফেলে । রক্তের স্রোতে গোরাচাদ ভাসিতে লাগিলেন। তিনি সুন্দলকে পাণ আনিয়া ক্ষত স্থান বাধিয়া দিতে বলিলেন, কিন্তু কোথাও পাণ পাওরা গেল না। তখন গোরাচtদ পাশের অন্বেষণে বালান্দি। পরগণায় আসিয়া উপস্থিত হইলেন । এখানে তিনি ঘোড়। হইতে পড়িয়া মৃতকল্প হইয় পড়েন। তখন গোরাচাদ সুন্দলকে মাতার নিকট গিয়া সংবাদ দিতে বলিলেন । এখানে কালুঘোষের কপিল নামে একটা গোরু ছিল, সে গুপ্তভাবে জঙ্গলে আসিয়া গোরাচাদকে দুধ দিয়া যাইত, সেই দুধ খাইয়া গোরাচীদ জীবনধারণ করিতেন । গোয়াল। কালুখোধ দেখিল কপিল আর তাহাকে দুধ দেয় না, ইহার কারণ কি ? শেবে ঘটনাক্রমে কপিলার কাও জানিতে পারিল । কালু কপিলাকে মারিতে যায়। তাছা দেখিয়া গোরার্চদ কালুকে অভিসম্পাত করিতে উদ্যত হন । তথন কালু তাহার প। জড়াইয়া ধরে এবং বলে, “প্রভো । অনুমতি করুন আমি ও আমার ভাই মিলিরা আপনার সৎকার করিব।” শেযে গোরাচাদ বলিয়া গেলেন, “দেখ, কেহ যেন এই বালান্দার মধ্যে পাণের চাস না করে, ধে পাণের চাস করিবে, সে সবংশে মরিবে।” এই বলিয়া তিনি ইহলোক পরিত্যাগ করিলেন । কালুঘোষ ও তাহার ভ্রাতার গৈারাচাদের গোর দিল, এবং তাহার কবরের উপর প্রত্যহ