পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AMB বিষবৃক্ষ আর এমন সংসারে কি আছে ? আমার দর্শনে আলোক, শ্রবণে সঙ্গীত, নিশ্বাসে বায়ু, ম্পর্শে জগং। আমার বর্তমানের মুখ, অতীতের স্মৃতি, ভবিষ্কৃতের আশা, পরলোকের পুণ্য। আমি শূকর, রং চিনিব কেন? হঠাৎ তাহার স্মরণ হইল যে, তিনি মুখে শিবিকারোহণে যাইতেছেন, সূৰ্য্যমুখী পথ স্থাটিয়া স্থাটিয়া পীড়িত হইয়াছিলেন। অমনি নগেন্দ্র শিবিকা হইতে অবতরণ করিয়া পদব্রজে চলিলেন। বাহকের শূণ্ঠশিবিক পশ্চাং পশ্চাং আনিতে লাগিল। গ্রাতে যে বাজারে আসিলেন, সেইখানে শিবিকা ত্যাগ করিয়া বাহকদিগকে বিদায় দিলেন। অবশিষ্ট পথ পদব্রজে অতিবাহিত করিবেন। তখন মনে করিলেন, “এ জীবন এই সূৰ্য্যমুখীর বধের প্রায়শ্চিত্তে উংসর্গ করিব। কি প্রায়শ্চিত্ত ? সূর্যমুখী গৃহত্যাগ করিয়া যে সকল মুখে বঞ্চিত হইয়াছিলেন—আমি সে সকল সুখভোগ ত্যাগ করিব। ঐশ্বর্য, সম্পদ, দাসদাসী, বন্ধুবান্ধবের আর কোন সংস্রব রাখিব না। সূর্যমুখী গৃহত্যাগ করিয়া অবধি যে সকল ক্লেশ ভোগ করিয়াছিলেন, আমি সেই সকল ক্লেশ ভোগ করিব। যে দিন গোবিন্দপুর হইতে যাত্রা করিব, সেই দিন হইতে আমার গমন পদব্রজে, ভোজন কদম, শয়ন বৃক্ষতলে বা পর্ণকুটরে। আর কি প্রায়শ্চিন্তু ! যেখানে যেখানে অনাথ স্ত্রীলোক দেখিব, সেইখানে প্রাণ দিয়া তাহার উপকার করিব। যে অর্থ নিজব্যয়ার্থ রাখিলাম, সেই অর্থে আপনার প্রাণধারণ মাত্র করিয়া অবশিষ্ট সহায়হীন স্ত্রীলোকদিগের সেবার্থে ব্যয় করিব। যে সম্পত্তি স্বত্ব ত্যাগ করিয়া সতীশকে দিব, তাহারও অৰ্দ্ধাংশ আমার যাবজ্জীবন সতীশ সহায়হীন স্ত্রীলোকদিগের সাহায্যাৰ্থ ব্যয় করিবে, ইহাও দানপত্রে লিখিয়া দিব। প্রায়শ্চিত্ত। পাপেরই প্রায়শ্চিত্ত হয়। দুঃখের ত প্রায়শ্চিত্ত নাই। দুঃখের প্রায়শ্চিত্ত কেবল মৃত্যু। মরিলেই দুঃখ যায়। 6न थाइफिस मा रुद्रि (रुन !” उशन कळू शख् श्राद्गङ रुद्विग्न, छशौशाहद्र नांश ऋ१ করিয়া নগেন্দ্রনাথ মৃত্যু আকাজ করিলেন।