পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠভেদ p ‘বঙ্গদর্শন প্রথম বৎসরের (১২৭৯ ) প্রথম সংখ্যা (বৈশাখ ) হইতে 'বিষবৃক্ষ’ ধারাবাহিকভাবে প্রকাশিত হইয়া চৈত্র মাসে সমাপ্ত হয়। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে ইহার আটটি সংস্করণ হইয়াছিল। প্রথম সংস্করণ ১২৮০ বঙ্গাব্দে (১৮৭৩) “কঁটালপাড়া । বঙ্গদর্শন যন্ত্রালয়ে শ্ৰীহারাণচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত হয় ; পৃষ্ঠা-সংখ্যা ২১৩। 'বঙ্গদর্শনে প্রকাশিত পুস্তকের সহিত ইহার পার্থক্য যৎসামান্য। বস্তুতঃ বঙ্কিমচন্দ্র প্রথম সংস্করণ হইতে র্তাহার জীবিতকালের শেষ সংস্করণ পর্য্যন্ত বিষবৃক্ষে সাংঘাতিক কিছু পরিবর্তন করেন নাই—শব্দ ও বাক্যাংশের সাধ্যমত উৎকর্ষ সাধন এবং সামান্ত অংশ পরিবর্জন ও পরিবর্তন করিয়াছেন। আমরা এই কারণে সকল সংস্করণের পাঠভেদ না দেখাইয়া প্রথম ও অষ্টম সংস্করণের পাঠভেদ নিম্নে প্রদর্শন করিলাম। 'বিষবৃক্ষের অন্যান্য সংস্করণগুলির প্রকাশকাল ও পৃষ্ঠা-সংখ্যা এইরূপ : ২য়, ১২৮২ (১৮৭৫ 1)—২১৪ ; ৩য়, ১৮৮৮–২১২; ৪র্থ, ১২৮৮ (১৮৮১)—২১২ ; যষ্ঠ, ১৮৮৭, ' ২৪৯ ; ৭ম, ১৮৯০—২৪৯ ও ৮ম, ১৮৯২—২৪৮। পঞ্চম সংস্করণের পুস্তক আমরা সংগ্ৰহ করিতে পারি নাই। পরিচ্ছেদ-বিভাগে ১ম ও ৮ম সংস্করণের মধ্যে পার্থক্য নাই। পৃ. ৩ পংক্তি ৪, “লইয়া যাইও” কথা দুইটির স্থলে, “লইও” কথাটি ছিল। ৭, “কাজ ছিল” কথা দুইটির স্থলে “মোকদ্দমা মামলার তদ্বির করিতে হইবে” কথাগুলি ছিল। পৃ. ৩, পংক্তি ১২, “বাতাসে” ও “রৌদ্রে” কথা দুইটি ছিল না। ১৩, “আবর্তে” কথাটি ছিল না । ১৭, “ঘাটে ঘাটে.পচা মাছর” কথাগুলির স্থলে ছিল— মাঠে মাঠে কলসী, ছেড়া কাথা, পচা মাচুর লইয়া কৃষকের মহিষীরা পূ. ৪, পংক্তি ৭, “আকণ্ঠনিমজ্জিতা” কথাটির স্থলে “আগ্রীব নিমজ্জিতা” ছিল ১৮, “খালা” কথাটির স্থলে,“ফুফু” ছিল। পৃ. ৫, পংক্তি ২, “াড়ীর" কথাটির স্থলে “মাল্লারা” ছিল। ৬, “আমরা জানি না,” কথা কয়টির পূৰ্ব্বে ক্ষতি কি” কথা দুইটি ছিল। পৃ.৬ পংক্তি ১৪, “জীবন-প্রদীপেও” স্থলে নরদেহেও ছিল।