পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&& e বিষবৃক্ষ পৃ. ৮, পংক্তি ১৬, “আকৃতিবিশিষ্ট” স্থলে “আকৃতি” ছিল। পৃ. ১•, পংক্তি ৪, “আমুকূল্যে স্থলে “অৰ্থমুকুলো” ছিল। পৃ. ১১, পংক্তি ৬, “বিশ্বাস করিল” স্থলে “স্বীকৃত হইল” ছিল। পৃ. ১২, পংক্তি ৪, “মেসো বিনোদ ঘোষের” কথাগুলির স্থলে “মাতৃত্বস্থপতির” ছিল। পৃ. ১৪, পংক্তি ৯, “আদর।” কথাটির পর ছিল— কাচা পেয়ার, কাচা সস, লোকে ভাল বাসে, পৃ. ১৪, পংক্তি ১৪, “পুর অধিকার।” কথাগুলির পর ছিল— কমল যদি আমায় বেদখল করে, আমি বড় দুঃখিত হইব না। পৃ. ১৪, পংক্তি ২১, “স্বয়ং” কথাটির পর ছিল— বিবাহ করিবার অভিপ্রায় না করিয়া থাক, তবে সঙ্গে লইয়া আসিও, তুমি আসিলেই বিবাহ দিব। যদি নিজে পৃ. ১৯, পংক্তি ১৭, “বিগলিতাঞ্জলোচনা" স্থলে “বিগলিতলোচনা” ছিল। ২১, “রাখাল” স্থলে “শ্ৰীকৃষ্ণ” ও “ঠেঙ্গাইতেছে।” স্থলে “ঠেঙ্গাইতেছেন” ছিল । পৃ. ১৯, পংক্তি ২৩, “তাতে” কথাটির স্থলে “शरड” श्लि । পৃ. ২•, পংক্তি ৯, “কুকুর” স্থলে “সকুকুর” ছিল। ১৮, “হাতিশালী” স্থলে “হাতিখানা” ছিল। ২৬, “তপ্তকাঞ্চনবর্ণ” স্থলে “তপ্তকাঞ্চনবর্ণিনী” ছিল । পৃ. ২১, পংক্তি ৩, “লতার” স্থলে “মাধবীলতার” ছিল। পৃ. ২৩, পংক্তি ১৩, “তিনগ্রামে সপ্তম্বরে” কথা দুইটির স্থলে “কোমল তীয়র উভয়বিধ স্বরে” ছিল । পৃ. ২৩, পংক্তি ১৮, “রসিকতার” স্থলে “রস কৌশলের” ছিল। পৃ. ২৪ পংক্তি ১৯, “ক্রযুগ,” কথাটির স্থলে “ক্রযুক্ত” ছিল। ২২, “টেড়ি কাটা” স্থলে “পেটে পাড়া” ছিল। পু:২৭, পংক্তি ৪, “অশ্রুতস্বরে” স্থলে “অশ্রাব্যস্বরে” ছিল। পৃ. ৩১, পংক্তি ২২, “প্রয়োজনীয়” স্থলে "আবশ্বকীয়” ছিল। পৃ. ৩৫, পংক্তি ২০, “জামাই বাবুকেও” স্থলে “ঠাকুরজামাইকে” ছিল। ২৪, “জামাই বাবুর” স্থলে “ঠাকুরজামাইয়ের” ছিল।