পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠভেদ 为德叙 হীরা প্রায়াবকৰ কণ্ঠ হইতে দেবেক্সের এই সৰল কথা বাহির হইতে শুনিয়া হালিয়া গঙ্গাইলা পড়িল। পরে হাসি সম্বরণ করিয়া বলিল, “রাত্রি ঢের হইল, এখন প্রণাম হই ।” এই বলিয়া, হীরা মুদুহালি হাসিয়া, দণ্ডবং হইয়া, প্রস্থান করিল। পৃ. ৫৭, পংক্তি ২১, গানটির শেষে নিম্নলিখিত দুইটি কলি ছিল— যেতেছিল বলদ একটা তেঠেঙ্গে এক ঘোড়ায় চোড়ে। o. পৃ. ৫৭, পংক্তি ২৩-২৭, “দেবেন্দ্রের সংবাদ বলিল..হীরার কথা” কথাগুলির স্থলে झेिळ--- - দেবেন্দ্রের কথিত মত, তাহার সহিত কুন্দনন্দিনীর তিন বৎসর অবধি গুণয়ের বৃত্তান্ত বিবৃত করিল এবং ইহাও প্রতিপন্ন করিল, যে এক্ষণে দেবেন্দ্র কুন্দনন্দিনীর জার স্বরূপ বৈষ্ণবী বেশে যাতায়াত করিতেছে। পৃ. ৫৮, পংক্তি ২, “তোর কে” কথা দুইটির স্থলে “তোমার উপপতি” ছিল । পৃ. ৫৮, পংক্তি ৭, “ও মাগী” কথা দুইটির স্থলে “বউ” ছিল। পৃ. ৬০, পংক্তি ১৪, “চাহিতে লাগিল।” কথা তুইটির পর নিম্নলিখিত অনুচ্ছেদটি · ছিল— - ও স্বৰ্য্যমুখি । রাক্ষসি ! ওঠ ! দেখ আপনার কীৰ্ত্তি দেখ! অনাথিনীকে ফেরাও ! পৃ. ৬০, পংক্তি ২০, “বৃষ্টি আসিল ।” কথা দুইটির পর “একবসনা” ছিল। পৃ. ৬০, পংক্তি ২৭, “আশঙ্কায় দ্বার খুলিয়” কথা কয়টির পূর্বে “মন্দ” কথাটি ছিল। পৃ. ৬৩ পংক্তি ৫, “ডাকিয়া পাঠাইয়াছি।” কথা কয়টির শেষে ছিল— তুমি বলিয়াছিলে, কুন্দনন্দিনী তোমাকে পাঠাইয়াছিল। কিন্তু সে কি বলিয়াছিল, তাহা কিছুই বলিয়৷ যাও নাই। বোধ হয়, আমাকে বিবশ দেখিয়া সে সকল কথা বল নাই। আজি বলিতে পার ” হি। “কুন্দনন্দিনী কিছুই বলিয়া পাঠান নাই ।” দে। তবে তুমি কেন আসিয়াছিলে ?” পৃ. ৬৩ পংক্তি ৮, “বুঝিলাম” কথাটির পর ছিলকুন্দনন্দিনীর কথা ছল মাত্র। পৃ. ৬৪, পংক্তি ১, “বিংশ পরিচ্ছেদ”এর স্থলে “বিংশতি পরিচ্ছেদ” ছিল। পৃ. ৬৪, পংক্তি ১৪, “দেবেন্দ্রের সহিত" কথা ছুইটির পর ছিল— তিন বৎসর পর্যাপ্ত