পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३७ বিষবৃক্ষ বৈষ্ণবী গীত সমাপন করিলে, পৌরস্ত্রীগণ তাহাকে গায়িবার জন্ত পুনশ্চ অনুরোধ ২ করিল। তখন হরিদাসী সতৃষ্ণবিলোলনেত্রে কুন্দনন্দিনীর মুখপানে চাহিয়া পুনশ্চ কীৰ্ত্তন - আরম্ভ করিল, শ্ৰীমুখপঙ্কজ-দেখবো বলে হে, তাই এসেছিলাম এ গোকুলে। আমায় স্থান দিও রাই চরণতলে । মানের দায়ে তুই মানিনী, তাই সেজেছি বিদেশিনী, এখন বঁাচাও রাধে কথা কোয়ে, ঘরে যাই হে চরণ ছুয়ে । দেখবো তোমায় নয়ন ভরে, তাই বাঞ্জাই বঁাশী ঘরে ঘরে । - যখন রাধে বলে বাজে বঁাশী, তখন নয়নজলে আপনি ভাসি। তুমি যদি না চাও ফিরে, তবে যাব সেই যমুনাতীরে, ভাঙ্গ বো বঁাশী তেজবো প্রাণ, এই বেলা তোর ভাঙ্গুক মান । ব্রজের সুখ রাই দিয়ে জলে, বিকাইমু পদতলে, এখন চরণনুপুর বেঁধে গলে,পশিব যমুনা-জলে। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখপ্রতি চাহিয়া বলিল, “গীত গাইয়া আমার মুখ শুকাইতেছে। আমায় একটু জল দাও।” কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, “তোমাদিগের পাত্র আমি ছুইব না। আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাতি বৈষ্ণবী নহি ।” ইহাতে বুঝাইল, বৈষ্ণবী পূৰ্ব্বে কোম অপবিত্রজাতীয়া ছিল, এক্ষণে বৈষ্ণবী হইয়াছে। এই কথা শুনিয়া কুন্দ তাহার পশ্চাৎ পশ্চাৎ জল ফেলিবার যে স্থান,