পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

하 विश्बूक দে। “শরীরং ব্যাধিমন্দিরং " স্থ। বিশেষ তোমার। আজি জয় জানিতে পারিয়াছিলে ? ८ु । नं । স্ব । আর যকৃতের সেই ব্যথাটা ? দে। পূৰ্ব্বমত আছে। স্থ। তবে এখন এ সব স্থগিত রাখিলে ভাল হয় না ? দে। কি—মদ খাওয়া ? কত দিন বলিবে ? ও আমার সাথের সাখী। স্ব। সাথের সাখী কেন? সঙ্গে আসে নাই—সঙ্গেও যাইবে না। অনেকে ত্যাগ করিয়াছে—তুমিও ত্যাগ করিবে না কেন ? দে। আমি কি মুখের জন্য ত্যাগ করিব ? যাহারা ত্যাগ করে, তাহাদের অন্ত মুখ আছে—সেই ভরসায় ত্যাগ করে। আমার আর কোন সুখই নাই। স্ব। তবু, বাচিবার আশায়, প্রাণের আকাঙ্ক্ষায় ত্যাগ কর। দে। যাহাদের বঁচিয়া মুখ, তাহারা বাচিবার আশায় মদ ছাড়ক। আমার বঁচিয়া কি লাভ ? & মুরেজের চক্ষু বাষ্পাকুল হইল। তখন বন্ধুস্নেহে পরিপূর্ণ হইয়া কহিলেন, “তবে আমাদের অনুরোধে ত্যাগ কর।” . দেবেক্সের চক্ষে জল আসিল। দেবেন্দ্র বলিল, “আমাকে যে সৎপথে যাইতে অনুরোধ করে, তুমি ভিন্ন এমন আর কেহ নাই। যদি কখন আমি ত্যাগ করি, সে তোমারই অনুরোধে করিব। আর—” . . . স্ব। আর কি ? দে। আর যদি কখন আমার স্ত্রীর মৃত্যুসংবাদ কর্ণে শুনি—তবে মদ ছাড়িব। নচেৎ এখন মরি বাচি সমান কথা । স্বরেন্দ্র সজলনয়নে, মনোমধ্যে হৈমবৃতীকে শত শত গালাগালি দিতে দিতে গৃহে প্রত্যাগমন করিলেন। §