পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to বিষবৃক্ষ - জানালার দিকে কি একটা খড় খড় শব্দ হইল—কে যেন খড়খড়ি তুলিয়া দেখিতেছিল-- হঠাৎ ফেলিয়া দিল। দেবেন্দ্র বোধ হয়, মনে মনে কাহারও প্রতীক্ষা করিতেছিলেন— বলিলেন, “কে খড়খড়ি চুরি করে ?” কোন উত্তর না পাইয়া জানেল দিয়া দেখিলেন— দেখিতে পাইলেন, এক জন স্ত্রীলোক পলায়। স্ত্রীলোক পলায় দেখিয়া দেবেন্দ্র জানেল খুলিয়া লাফাইয়া পড়িয়া, তাহার পশ্চাৎ পশ্চাৎ টলিতে টলিতে ছুটিলেন । স্ত্রীলোক অনায়াসে পলাইলে পলাইতে পারিত, কিন্তু ইচ্ছাপূর্বক পলাইল না, কি অন্ধকারে ফুলবাগানের মাঝে পথ হারাইল, তাহ বলা যায় না। দেবেন্দ্র তাহাকে ধরিয়া অন্ধকারে তাহার মুখপানে চাহিয়া চিনিতে পারিলেন না। চুপি চুপি মদের ঝোকে বলিলেন, “বাবা ! কোন গাছ থেকে ?” পরে তাহাকে ঘরের ভিতর টানিয়া আনিয়া একবার এক দিকে আবার আর এক দিকে আলো ধরিয়া দেখিয়া, সেইরূপ স্বরে বলিলেন, “তুমি কাদের পেত্নী গা ?” শেষে কিছু স্থির করিতে না পারিয়া বলিলেন, “পারলেম না বাপ ! আজি ফিরে যাও, অমাবস্তায় লুচি পাঠ দিয়ে পুজো দেব—আজ একটু কেবল ব্রাত্তি খেয়ে যাও,” এই বলিয়া মদ্যপ স্ত্রীলোকটিকে বৈঠকখানায় বসাইয়া, মদের গেলাস তাহার হাতে দিল । । স্ত্রীলোকটা তাহ। গ্রহণ না করিয়া নামাইয়। রাখিল । তখন মাতাল আলোটা স্ত্রীলোকের মুখের কাছে লইয়া গেল। এদিক্‌ ওদিকৃ চারিদিক আলোটা ফিরাইয়া ফিরাইয়া গম্ভীরভাবে তাহাকে নিরীক্ষণ করিয়া, শেষ হঠাৎ আলোটা ফেলিয়া দিয়া গান ধরিল,—“তুমি কে বট হে, তোমায় চেন চেন করি—কোথাও দেখেছি হে।’ তখন সে স্ত্রীলোক ধরা পড়িয়াছি ভাবিয়া বলিল, “আমি হীরা।” “Hurrah I Three Cheers for åtai f” <f%RIi sJfUstaei •if Ff3%Ti ü}fäzı 1 <s<fa আবার ভূমিষ্ঠ হইয়া হীরাকে প্রণাম করিয়া গ্লাস-হস্তে স্তব করিতে আরম্ভ করিল – “নমস্তস্তৈ নমস্তস্তৈ নমস্তস্তৈ নমো নমঃ । যা দেবী বটবৃক্ষেষু ছায়ারূপেণ সংস্থিত ॥ নমস্তস্তৈ নমস্তস্তৈ নমস্তস্তৈ নমো নমঃ । যা দেবী দত্তগুহেষু হীরারূপেণ সংস্থিত । নমস্তস্তৈ নমস্তস্তৈ নমস্তস্তৈ নমো নমঃ । যা দেবী পুকুরঘাটেষ্ণু চুপড়িহস্তেন সংস্থিত ।