পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; : --, * * * - --- উলশি পল্লি হার রাণ কুন্দ কথা কহিল না। । *কে রে মাগি " কুন্দ বলিল, “বৃষ্টির জন্ত দাড়াইয়াছি।” । গৃহস্ত ব্যগ্রভাবে বলিল, “কি ? কি ? কি ? আবার বল ত ?” কুন্দ বলিল, “বৃষ্টির জন্ত দাড়াইয়াছি।” *. গৃহস্থ বলিল, “ও গল যে চিনি। বটে । ঘরের ভিতর এস ত " . - গৃহস্থ কুন্দকে ঘরের ভিতর লইয়া গেল। আগুন করিয়া আলো জ্বলিল। কুঞ্জ তখন দেখিল—হীরা । হীরা বলিল, “বুঝিয়াছি, তিরস্কারে পলাইয়াছ। ভয় নাই। আমি কাহারও সাক্ষাতে বলিব না। আমার এইখানে ছুই দিন থাক।” উনবিংশ পরিচ্ছেদ্ধ হীরার রাগ হীরার বাড়ী প্রাচীর আঁটা । ছুইটি করঝোরে মেটে ঘর। তাহাতে আলেপন— পদ্ম আঁকা—পার্থী আঁকা—ঠাকুর আঁকা। উঠান নিকান—এক পাশে রাঙ্গা শাক, তার কাছে দোপাটি, মল্লিক, গোলাপ ফুল। বাবুর বাড়ীর মালী আপনি আসিয়া চারা আনিয়া ফুলগাছ পুতিয়া দিয়া গিয়াছিল—হীরা চাহিলে, চাই কি বাগান শুদ্ধই উহার বাড়ী তুলিয়। দিয়া যায়। মালীর লাভের মধ্যে এই, হীরা আপন হাতে তামাকু সাজিয়া দেয়। হীরা, কালো-চুড়ি পর হাতখানিতে হুক ধরিয়া মালার হাতে দেয়, মালী বাড়ী গিয়া রাত্রে তাই ভাবে । হীরার বাড়ী হীরার আয়ী থাকে, আর হীরা। এক ঘরে আয়ী, এক ঘরে হীরা শোয়। হীরা কুন্দকে আপনার কাছে বিছানা করিয়া রাত্রে শুয়াইল। কুন্দ শুইলঘুমাইল না। পরদিন তাহাকে সেইখানে রাখিল। বলিল, “আজি কালি ছুই দিন থাক ; দেখ, রাগ না পড়ে, পরে যেখানে ইচ্ছ, সেইখানে যাইও ” কুন্দ রহিল। কুন্দের ইচ্ছানুসারে তাহাকে লুকাইয়। রাখিল। ঘরে চাবি দিল, আয়ী ন দেখে। পরে বাৰুর বাড়ীতে কাজে গেল। ছুই প্রহর বেলায় আয়ী যখন স্নানে যায়, হীরা তখন আসিয়া