পাতা:বিষবৃক্ষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। ं लग्निरव श्रृश्क्षनान् शैह। अक ॰शि । लालब नौका भाशिनं क्रिश्रिगम्,' কিন্তু আজি সক কাটতেছিলেন। জ্ঞাম টটনে। হীরার সঙ্গে আজ জন্ত প্রকার সম্ভাব कब्रिह्णन । कदखठि किछूहे नाहे ! दजिएशन, “शैtब्र, cन निन श्रांभि अर्षिक भव थाहेब्राँ . তোমার কথার মর্থ কিছুই গ্রহণ করিতে পারি নাই। কেন আসিয়াছিলে ? সেই কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়া পাঠাইয়াছি।" | - হী। কেবল আপনাকে দর্শন করিতে আসিয়াছিলাম। দেবেন্দ্ৰ হাসিলেন। বলিলেন, “তুমি বড় বুদ্ধিমতী। ভাগ্যক্রমে নগেন্দ্র বাৰু তোমার মত দাসী পেয়েছেন। বুঝিলাম তুমি হরিদাসী বৈষ্ণবীর তত্ত্বে এসেছিলে। আমার মনের কথা জানিতে এসেছিলে। কেন আমি বৈষ্ণবী সাজি, কেন দত্তবাড়ী যাই, এই কথা জানিতে আসিয়াছিলে। তাহা একপ্রকার জানিয়াও গিয়াছ । আমিও তোমার কাছে সে কথা লুকাইব না। তুমি প্রভুর কাজ করিয়া প্রভুর কাছে পুরস্কার পাইয়াছ, সন্দেহ নাই। এখন আমার একটি কাজ কর, আমিও পুরস্কার করিব।” মহাপাপে নিমগ্ন যাহাদিগের চরিত্র, তাহাদিগের সকল কথা স্পষ্ট করিয়া লেখা বড় . কষ্টকর। দেবেন্দ্র, হীরাকে বহুল অর্থের লোভ প্রদর্শন করিয়া, কুন্দকে বিক্রয় করিতে বলিলেন। শুনিয়া ক্রোধে, হীরার পদ্মপলাশ চক্ষু রক্তময় হইল—কর্ণরন্ধে অগ্নিবৃষ্টি হইল। হীরা গাত্ৰোখান করিয়া কহিল, “মহাশয় । আমি দাসী বলিয়া এরূপ কথা বলিলেন। ইহার উত্তর আমি দিতে পারিব না। আমার মুনিবকে বলিব। তিনি ইহার উপযুক্ত উত্তর দিবেন।” এই বলিয়া হীরা বেগে প্রস্থান করিল। দেবেন্দ্র ক্ষণেক কাল জ্বপ্রতিভ এবং ভয়োৎসাহ হইয়া নীরব হইয়াছিলেন। পরে প্রাণ ভরিয়া দুই গ্লাস ব্রাণ্ডি পান করিলেন। তখন প্রকৃতিস্থ হইয়৷ মৃদু মৃদ্ধ গান গায়িলেন, “এসেছিল বক্না গোরু পর-গোয়ালে জার্ন খেতে—”