পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N o R রাতের দান স্বপনে-ঘেরা সুদূর তারা নিশার-ডালি-ভরা দিয়েছে দেখা, দেয় নি তবু ধরা ; রাতের ফুল দূরের ধ্যানে তেমনি কথা কবে, অনধিগত সার্থকতা বুঝাবে অনুভবে, না-জানা সেই না-ছোওয়া সেই পথের শেষ দান বিদায়বেলা ভরিবে তব প্রাণ । ১৯ আষাঢ় ১৩৪১