পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ১৬ মিলনযাত্রা শোভনদর্শন যুব, সব চেয়ে প্রিয় জননীর, বউদিদিমণ্ডলীর প্রশ্রয়ভাজন । পূজার উদযোগে মেশে তারো লাগি পূজার সাজন। একদা বাড়ির কর্তা স্নেহভরে পিতৃমাতৃহীন মেয়ে প্রমিতারে এনেছিল ঘরে বন্ধুঘর হতে ; তখন বয়স তার ছিল ছয়, এ বাড়িতে পেল সে আশ্রয় আত্মীয়ের মতো । অনুদাদা কতদিন তারে কত কাদায়েছে অত্যাচারে । বালক-রাজারে যত সে জোগাত অৰ্ঘ্য ততই দৌরাত্ম্য যেত বেড়ে ; সদ্যবাধা খোপাখানি নেড়ে হঠাৎ এলায়ে দিত চুল অনুকুল ; চুরি করে খাতা খুলে পেন্সিলের দাগ দিয়ে লজ্জা দিত বানানের ভুলে । গৃহিণী হাসিত দেখি কুজনের এ ছেলেমানুষি— কতু রাগ, কভু খুশি, কভু ঘোর অভিমানে পরস্পর এড়াইয়া চলা, দীর্ঘকাল বন্ধ কথা বলা । বহুদিন গেল তার পর ।