পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি জয় করেছিনু মন তাহা বুঝি নাই, চলে গেনু তাই নতশিরে । মনে ক্ষীণ অাশা ছিল ডাকিবে সে ফিরে । মানিল না হার, আমারে করিল অস্বীকার । কিছুকাল, না পেলেম সাড়া । তোরণদ্বারের কাছে চাপাগাছে দক্ষিণ বাতাসে থরথরি অন্ধকারে পাতাগুলি উঠিল মর্মরি। দাড়ালেম পথপাশে, উধেব বাতায়ন-পানে তাকালেম ব্যর্থ কী আশ্বাসে । দেখিমু নিবানো বাতি— আত্মগুপ্ত অহংকৃত রাতি কক্ষ হতে পথিকেরে হানিছে ভ্ৰকুটি । >\లివె