পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وینسوند দেবতা দেবতা মানবলোকে ধরা দিতে চায় মানবের অনিত্য লীলায় । মাঝে মাঝে দেখি তাই— আমি যেন নাই, ঝংকৃত বীণার তন্তুসম দেহখানা হয় যেন অদৃশু অজানা ; আকাশের অতিদূর সূক্ষ্ম নীলিমায় ; সংগীতে হারায়ে যায় ; নিবিড় আনন্দরূপে পল্লবের স্তুপে আমলকীবীথিকার গাছে গাছে ব্যাপ্ত হয় শরতের আলোকের নাচে । প্রেয়সীর প্রেমে ধৌত হয় নিখিলগগন— যাহা দেখি যাহা শুনি তাহা যে একান্ত অতুলন। মর্তের অমৃতরসে দেবতার রুচি পাই যেন আপনাতে, সীমা হতে সীমা যায় ঘুচি ।