পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०२ যাত্রাশেষে বিজন রাতে যদি রে তোর সাহস থাকে দিনশেষের দোসর যে জন মিলবে তাকে । ঘনায় যবে আধার ছেয়ে অভয় মনে থাকিস চেয়ে— আসবে দ্বারে আলোর দূতী নীরব ডাকে । যখন ঘরে আসনখানি শূন্ত হবে দূরের পথে পায়ের ধ্বনি শুনবি তবে । কাটল প্রহর যাদের আশায় তারা যখন ফিরবে বাসায়, সাহানাগান বাজবে তখন ভিড়ের ফঁাকে ।