পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 জন্মদিনে তোমার জন্মদিনে আমার কাছের দিনের নেই তো সঁাকো । দূরের থেকে রাতের তীরে, বলি তোমায় পিছন ফিরে, খুশি থাকো । দিনশেষের সূর্য যেমন ধরার ভালে বুলায় আলো, ক্ষণেক দাড়ায় অস্তকোলে, যাবার আগে যায় সে ব’লে “থেকে ভালো’ । জীবনদিনের প্রহর আমার সাঝের ধেনু-— প্রদোষ-ছায়ায় চারণ-শ্রান্ত ভ্রমণ-সারা সন্ধ্যাতারার সঙ্গে তারা মিলিতে যায়।