পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তিনিকেতন ১৪ অগস্ট, ১৯৪০ [ ২৯ শ্রাবণ ’৪৭ ] দুরদিনের কী ভাষা কয় জানি না চুপিচুপি । জীবনে যারা স্মরণ-হারা তবু মরণ জানে না তারা, উদাসী তারা মর্মবাসী পড়ে না কভু চোখে— প্রতিদিনের সুখ-দুখেরে অজানা হয়ে তারাই ঘেরে, বাম্পছবি আকিয়া ফেরে প্রাণের মেঘলোকে ।