পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २ ० বীথিক কে আমার ভাষাহীন অস্তরে কে গো তুমি গরবিনী, সাবধানে থাকে দূরে দূরে কেন চুপ করে আছি, কেন কথা নাই কোথা হতে পেলে তুমি অতি পুরাতন কোন বাণী মোর জাগল, যাহা চক্ষে তোমার কিছু বা করুণা ভাসে চন্দনধুপের গন্ধ ঠাকুরদালান হতে আসে চৈত্রের রাতে যে মাধবীমঞ্জরী জন্ম মোর বহি যবে জয় করেছিন্ত মন তাহা বুঝি নাই জানি জানি তুমি এসেছ এ পথে তুমি অচিন মানুষ ছিলে গোপন তুমি আছ বসি তোমার ঘরের দ্বারে তুমি যবে গান করো অলৌকিক গীতমূর্তি তব তোমাদের দুজনের মাঝে আছে কল্পনার বাধা তোমার জন্মদিনে আমার তোমার সম্মুখে এসে, দুর্ভাগিনী, দাডাই যখন তোমারে ডাকিতু যবে কুঞ্জবনে _ দুঃখী তুমি এক দুজন সখীরে দূর অতীতের পানে পশ্চাতে ফিরিয়া চাহিলাম দেবতা মানবলোকে ধরা দিতে চায় দেবদারু, তুমি মহাবাণী দেহে মনে সুপ্তি যবে করে ভর নিঝরিণী অকারণ আবারণ সুখে পক্ষে বহিয়া অনাদিকালের বার্তা পথের শেষে নিবিয়া আসে আলো S१२ ᎼᏔ❍ ☾ >brや సె\లి వెe b-> X &\O So S