পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vనిe সত্যরূপ মায়ার আবর্ত রচে আসায় যাওয়ায় চঞ্চল সংসারে । ছায়ার তরঙ্গ যেন ধাইছে হাওয়ায় ভাটায় জোয়ারে । উধ্বকণ্ঠে ডাকে কেহ, স্তব্ধ কেহ ঘরে এসে বসে ; প্রত্যহের জানাশোনা, তবু তারা দিবসে দিবসে পরিচয়হীন— এই কুজ্বাটিকালোকে লুপ্ত হয়ে স্বপ্নের তামসে কাটে জীর্ণ দিন । সন্ধ্যার নৈঃশব্দ্য উঠে সহসা শিহরি ; না কহিয়া কথা কখন যে আস কাছে, দাও ছিন্ন করি মোর অস্পষ্টতা । তখন বুঝিতে পারি, আছি আমি একান্তই আছি মহাকালদেবতার অন্তরের অতি কাছাকাছি মহেন্দ্রমন্দিরে— জাগ্রত জীবনলক্ষ্মী পরায় আপন মাল্যগাছি উন্নমিত শিরে । তখনি বুঝিতে পারি, বিশ্বের মহিমা উচছুসিয়া উঠি রাখিল সত্তায় মোর রচি নিজ সীমা আপন দেউটি ।