পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግሯጭ উদাসীন তোমারে ডাকিন্তু যবে কুঞ্জবনে তখনো আমের বনে গন্ধ ছিল। জানি না কী লাগি ছিলে অন্তমনে, তোমার দ্রুয়ার কেন বন্ধ ছিল । একদিন শাখা ভরি এল ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা-পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে সোনার বরন ফল খসিয়া পড়ে । কহিনু ধুলায় লোটে মোর যত অৰ্ঘ্য, তব করতলে যেন পায় তার স্বৰ্গ ।” হায় রে, তখনে মনে দ্বন্দ্ব ছিল । তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আঁধারে দুয়ারে তব বাজানু বীণা ৷ তারার আলোক-সাথে মিলি মোর চিত্ত তোমার হৃদয় নিম্পন্দ ছিল।