পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ & জোডার্সাকে প্রাণের ডাক নিভৃতে পৃথক কোরো নাকে তুমি আপনারে । ভাবনার বেড়া বেঁধে রাখে। কেন চারি ধারে ? প্রাণের উল্লাস অহেতুক রক্তে তব হোক-না উৎসুক, খুলে রাখো অনিমেষ চোখ— ফেলো জাল চারি দিক ঘিরে, যাহা পাও টেনে লও তীরে ঝিনুক শামুক যাই হোক । হয়তো বা কোনো কাজ নাই, ওঠে। তবু ওঠে । বৃথা হোক, তবুও বৃথাই পথ-পানে ছোটো । মাটির হৃদয়খানি ব্যেপে প্রাণের কাপন ওঠে কেঁপে, কেবল পরশ তার লহো । আজি এই চৈত্রের প্রভাতে আছ তুমি সকলের সাথে, এ কথাটি মনে প্রাণে কহো । ৭ এপ্রিল ১৯৩৪