১১২ বেণীসংহার নাটক । নিকটে আমাদের প্রণাম জানাও। না, থামো—আমরা নিজেই জানাবো । ( রথ হইতে অবতরণ ) গুরুজনের বন্দনীয়, স্বয়ং গিয়ে আমাদের প্রণাম করা উচিত। অৰ্জু।–(নিকটে গিয়া) তাত । জননি! তোমাদের পুত্রদের সৰ্ব্ব-রিপু-জয়-আশা যার পরে ছিল বিদ্যমান, যার গৰ্ব্বে গরবিত হইয়া তাহারা সবে করিত গো বিশ্বে তৃণ জ্ঞান —সেই রাধা-পুত্র-নাশী মধ্যম পাণ্ডব আসি’ তব পদে করে গো প্রণাম | ভীম।— বহুসংখ্য কৌরবে যে করিল নিধন, দুঃশাসন রক্ত-পানে মত্ত যেই জন, দুৰ্য্যোধন-উরু যে গো করিবে ভঞ্জন কর সে ভীমের এবে প্রণাম গ্রহণ ॥ ধৃত –দুরাত্মা বৃকোদর! তুমিই যে কেবল শক্র-বিনাশ করেছ তা নয়; যে অবধি ক্ষত্রিয়গণের স্বষ্টি, সেই অবধিই সমর-বিজয়ীরা জয়লাভ করে আসচে, বীরেরাও যুদ্ধে নিহত হয়েচে ; তবে কেন বৃথা আস্ফালন করে তুমি আমাদের বিরক্ত করচ ? ভীম।—তাত ! রুষ্ট হবেন না । পাণ্ডুপুত্ৰগণ-বধু—কৃষ্ণার আকৰ্ষি কেশ যে সকল নৃপগণ করে অপমান তাহারা সকলে এবে পাওঁবের ক্রোধানলে হইয়াছে দগ্ধ ক্ষুদ্র পতঙ্গ সমান।
পাতা:বেণীসংহার নাটক.djvu/১১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
