পাতা:বৈধব্যধর্ম্মোদয়.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈধব্যধৰ্ম্মোদয় । অনস্তর উক্ত পুস্তকের ১ পৃষ্ঠায় ১পংক্তি অবধি ৭ পংক্তি পর্য্যন্ত লিথিয়াছেন । যথা ।

    • বিধবা বিবাহের প্রথা প্রচলিত নাথাকাতে যে নানা অনি . ষ্ট ঘটিতেছে ইহা এক্ষণে অনেকেরই বিলক্ষণ হৃদয়ঙ্গম ছই য়ছে। অনেকেই স্বীয় স্বীয় বিধবা কন্যা ভগিনী প্রভৃতির পুনৰ্ব্বার বিবাহ দিতে উদ্যত আছেন । অনেকে ততদূর পৰ্য্যন্ত যাইতে পারেন না কিন্তু এই ব্যবহার চলিত হওয়া

নিতান্ত অবশ্যক হইয়া উঠিয়াছে এমত স্বীকার করিয়া থাকেন । ,, এতলিপির উত্তর ক্লি। কারণ; যাহারদিগের এতাদূক্ৰ ਖੁਤ কৰ্ম্মকে অবশ্যকরণীয় জ্ঞান হইয়াছে; অর্থাৎ বিধবা কন্যা ভগিনী প্রভূতির বিবাহ নাদিলে আর কোনমতে ধৰ্ম্মরক্ষা হয়না; তাষ্ঠীরদিগের এপথ দূরতর নহে বরং অতিনি কট হইয়াছে শুভযাত্র। করিলেই পারেন, তৎপ্রতিরোধকে করিতেছে । যদি কেহ আপনার গলদেশে রজ প্রদানে বা; বিষাদিপানে আত্ম প্রাণকে নিতান্তই নষ্ট করিতে ইচ্ছ করে তাহাকে রক্ষা করিতে কে শক্তহয় । অপর ২ পৃষ্ঠায় ৩ পংক্তিতে লেখেন ৷ যথা "* , “ অনেকের এই ব্যগ্রত দেখিয়া আমি এবিষয়ের তর্ভুৰু পদ্ধানে প্রবৃত্ত হইয়া যতদূর পর্য্যন্ত কৃতকার্য হইতে পারি য়াছি সৰ্ব্ব সাধারণের গোচর্থে দেশের চলিতভাষীয় লিপি - বদ্ধ করিয়া প্রচারিত করিলাম i ৯, উত্তর। বিদ্যাসাগরের এ বিষয়ে যত্নের ক্রটিনাই; যেহে ম্ভ বিধবা বিবাহ বিষয়ের তত্ত্বানুসন্ধাম কবিকার নিমিত্ত: অনেক পরিশ্রম অনেক সুময় নষ্ট, অনেক অর্থব্যয় ও