পাতা:বৈধব্যধর্ম্মোদয়.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- سے” 8 বৈধব্যধৰ্ম্মোদয়ণ যস্যাসিয়েত কন্যায়া বাচাসত্যু কৃতেপতিঃ তামনেন বিধানেন নিজে।বিন্দেত দেবরঃt ইতিমনুपूé it -বাদানানন্তর অর্থাৎ বাক্যে সত্য পতি করণানন্তর যে স্ত্রীর পতি মরে; সেই স্ত্রীকে এই বিধান দ্বার; তা চার নিজ দেবর বিবাহু করিতে পারে । নিজ দেবরুপদে পভি সহোদর, তম্ভিন্ন অন্যের গ্রহণীয়} হয়না; যদি অন্যে গ্রহণ করে তবে উভয়েরই ধৰ্ম্ম নষ্ট ছয় Si į:

অতএব এই অভিপ্রায় গ্রহণ করিলে আর কোন আপত্তি থাকিতে পায়েনা । আর পরাশর সংহিতার বচনের অর্থ সঙ্গতির ও কোন ব্যাঘাত জন্মেনা ও বেদের সহিマ g f 行 বরোধ থাকেন এবং স্মৃতি পুরাণাদির সহিত । এককালেই ঐক্য হইয়া যায় । এমনকৌশল সমন্বিত অর্থ ীেন্দৰ্য সত্ত্বে নিরর্থ গোলযোগ উপস্থিত করিয়া সনাতন থাম্মে কেন গোল করিতেছেন বুঝাবায়ন। এক্ষণে সৰ্ব্বশাস্ত্র সমন্বস্ব দ্বার। বিচারে স্থির হইল যে নন্টে সূতে) ইত্যাদি বচন প্রমাণে বান্দন্তী কন্যার পগ্রু পৎ উপস্থিত হইলে এই বিবাহ পূৰ্ব্বে বিধেয় হইতে পারিত; কিন্তু বিবাহিত বিধবার পক্ষে পুৰ্ব্বাবধি কোন কালেই বিধেয় হইতে পারেন ; এবং কোনং স্থানে এমত শিষ্ট প্রয়োগ ও অাছে যে বাদ । ন্তার পতি অনুদেশ হইলে রজোদর্শন জন্য ধৰ্ম্ম প্রমাদ কৃয় তঃ কতিপুয় বৎসর পত্ত্বির প্রতীক্ষা কুরিয়৷ পরে অন্যে বৃ-মতি বিবাহ দিত t.