পাতা:বৈধব্যধর্ম্মোদয়.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· ጓ• বৈধব্যৰ্ম্মোদয়। ভিকতং বিধবা ছিল । পারাশর ধৰ্ম্মই যে কলির ধৰ্ম্ম তাহার মৰ্ম্ম একালপর্য্যন্ত কেহই স্থির করিতে পারেন নাই। কেবল একালে পরাশরসংহিতার সূক্ষ্ম মৰ্ম্ম বিদ্যা সাগর মহাশয়েরই হৃদয়ঙ্গম হইয়াছে। " বিশেষতঃপূৰ্ব্বং পণ্ডিতদিগের বিদ্যাসাগরমহাশয়ের মত হৃদয়েকরুণার ও অবস্থিতি ছিলনা; তন্নিমিত্তই কি তাঙ্গার আপন২কন্যা ভগিনীত্যাদিকে জলদগ্নিতে ভস্মসাৎ করিয়৷ ছিলেনঃ এৰং যাহারা জীবিত ছিল তাহারদিগকেও বিদ}{ সাগরীয় মুক্তিগ্রহণে বিৰাহ নাদিয়া ব্রহ্মচর্যানুষ্ঠানে নি মুক্ত করিয়া চিরকাল বৈধব্য যন্ত্রণানলে দগ্ধ করিয়াছিলেন । হা পরমেশ্বর যদি লজ্জ রে প্রতি যৎকিঞ্চিৎ কটাক্ষ পাত থাকে তবে কদাপি ও অক্ষোভে এৰূপ অসম্ব ত্ব জৎসিৎ বাক্য প্রয়োগ করিতেকেহই শক্তহুইতে পারেন । আমার দিগের অভিলাষ এই যে কেহুযদি ইচ্ছাপূৰ্ব্বক জাপন কন্যার কি ভগিনী কিমাতাও পিতৃস্বসাও মাতৃস্বসা পিতৃৰ স্ত্রী মাত্তলানী প্রভূতির বিবাহ দেয় দেউকতাছা নি ৰারণ করিতে শক্ত নক্রি কিন্তু শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কৰ্ম্ম যে বিধবার বিবাহ তাহ প্রমাণ করিতেসৰ্ব্বথাই শক্ত হইব; এক্ষণেঅনুনয়পূৰ্ব্বক এইনিবেদন করিতেছি আমরা কদাপি ধৰ্ম্মোপদেশ ব্যতীত কাহারও প্রতি কটাক্ষ করি নাই; তবে বিচারোপলক্ষে বিদ্যাসাগর মহাশয়ের প্রতি যদি কিঞ্চিৎ কটাক্ষ করিয়াছি বোধ করেন তবে তিনি স্বায়মহত্ত্বানুসারে তাহাতে ক্ষমবিশিষ্ট হইবেন অলমতি । বিস্তরেণ । ঐৰ্মন্দকুমার শৰ্ম্মণাম ।