$98 বৈরাগ্য-বিপিন-বিহার । এক দিন চক্ষে অtমি দেখেছি সাক্ষাৎ, একটা উন্মত্ত গজ এলো অকস্মাত ; এই যে কপিখ বৃক্ষ পরম শোভন, ইহাতে বন্ধুর বপু করিল ঘর্ষণ । সে বপু ঘর্ষণে ত্বক বিস্তর ছিড়িল, বেদনায় তরুবর র্কাপিয়া উঠিল । কিন্তু তাহে বিরক্ত না হয়ে মনে মন, পরিপক্ক ফল তারে দিল সেইক্ষণ । তাতেই জেনেছি দয়া বৃক্ষের অপার, এমন কৃপালু নাই সংসারেতে আর । ইহাদের ভাব যেই করে দরশন, চোকের কলুষ তার হয় বিমোচন । ইহাদের সহবাস করে যেই জন, ছন্ন ছন্ন হয় তার মনের বেদন । ভ্রমরের গুণ এক দেখি চমৎকার, আশ্চৰ্য্য সে হয় বড় অস্তরে আমার। এক দিন উষাকালে ভ্রমণ করিয়া, মালতী-মণ্ডল-তলে আছি দাড়াইয়া ; ফটেছে কুহুম কলি,—কাস্তাৱ বিভব ; মধু-আশে তাহে জলি বসিতেছে সব। চাহিয়া রয়েছি আদি সতৃষ্ণ নয়নে, দেখিতে পাইল মোরে মধুকর গণে ; স্নহতের রীতি এই সৰ্ব্বকাল আছে, বুভূক্ষু থাকিলে কেহ ভোজনের কাছে,
পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
