পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধ্ব ইহার পর একদিন মধ্যগেহ বেত্রবতীনদী পার হইয়া কোনও এক মঠে পুত্রের অনুসন্ধান করিতে করিতে উপনীত হইলেন। সেখানে দেখিলেন, অচ্যুত প্রেক্ষের সম্মুখে বাস্থদেব অত্যন্ত বিনীতভাবে বসিয়া গুরুর উপদেশ লাভ করিতেছেন। ইহা দেখিয়াই মধ্যগেহ বিচার করিলেন—‘বাস্থদেব নিশ্চয়ই সন্ন্যাস গ্রহণ করিবে, অতএব যদি আমি বাসুদেব-সমক্ষে আত্মহত্যার প্রতিজ্ঞ করি, তবেই বাস্থদেবকে ঐ কাৰ্য্য হইতে বিরত করা যাইবে, এতদ্ব্যতীত অন্য কোন উপায় নাই ।” মধ্যগেহ মহাজনলঙ্ঘনভীরু হইলেও পুত্রবাৎসল্যে অধীর হইয়া আচু্যতপ্রেক্ষকে বলিলেন,—“যদি বাসুদেব কেীপীন ধারণ করে, তবে আমি এখানেই আত্মহত্যা করিব । যদি বাস্থদেবকে পিতৃহত্য ও ব্রাহ্মণহত্য হইতে রক্ষা করিতে চাহেন, তবে আপনি কিছুতেই বাসুদেবকে সন্ন্যাস প্রদান করিবেন না।” বাস্থদেব মধ্যগেহের এই প্রতিজ্ঞ শুনিবামাত্র নিজের পরিধেয় বস্ত্র ছিন্ন করিয়া তাহা কেীপীনাকারে ধারণপূর্বক পিতাকে বলিলেন,—“হে পিতঃ ! আপনি আপনার প্রতিজ্ঞাত সাহসিক-কৰ্ম্মের অনুষ্ঠান করুন ! দেখি ত’ আপনি সত্য-সত্যই আত্মহত্যা করিতে পারেন কি না ?” এই কথা বলিয়াই বাস্থদেব পুনরায় পিতাকে অনুনয়-সহকারে বলিলেন,—“আপনি শুভকৰ্ম্মে বিঘ্ন উৎপাদন করিবেন না । যদিও সন্ন্যাসীর বিল্প সাধনের জন্য এ জগতের সকলেই প্রস্তুত, এমন কি, দেবতাগণ পর্য্যন্ত সন্ন্যাসীর পদবীকে দেবতাগণের উচ্চপদ হইতেও অনেক উচ্চে অবস্থিত জানিয়া সন্ন্যাসগ্রহণেচ্ছুর নানাপ্রকার বিন্ন উৎপাদন করিবার জন্য প্রস্তুত হন, [ જ ] অচ্যুতপ্রেক্ষের প্রতি মধ্যগেহ পিতা ও পুত্রের মধ্যে কাহার জয় ?