পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব অন্যত্র এক সভায় শ্ৰীমন্মধবাচার্য্য কোন এক সুক্তের ‘অপালা’ শব্দের ব্যাখ্যা করিয়া ভূত ও ভবিষ্যৎ জ্ঞান-বিষয়ে অদ্ভুত পারঙ্গতির পরিচয় প্রদান করিলেন ; যে-কোন সময়ে যেকোন বিষয় উত্থাপিত হইত, শ্ৰীমন্মধবাচাৰ্য্য সেই সকল বিষয়েই পুর্ণ অভিজ্ঞতা প্রদর্শন করিতেন । এইজন্য তিনি সমস্ত পণ্ডিতের সভায় 'সৰ্ব্বজ্ঞযতি’ বলিয়া প্রসিদ্ধি লাভ করিলেন। এইরূপে বহু দেবালয় ভ্রমণ, তথায় শ্রীহরির বন্দন ও শ্রোত-সিদ্ধান্ত স্থাপন করিতে করিতে সৰ্ব্বজ্ঞযতি’ রজতপীঠপুরে প্রত্যাবর্তন করিলেন । }মন্মধবাচার্য্য ভীমসেনের অবতার ৷ ভীম যেরূপ লাঞ্ছিত৷ দ্রৌপদীকে দর্শন করিয়া দুঃশাসন প্রভৃতি দুজ্জনগণকে দমনের প্রতিজ্ঞ করিয়াছিলেন, সেইরূপ মায়াবাদিগণের হস্তে শ্রুতিসমূহকে লাঞ্ছিত দেখিয়া শ্ৰীমন্মধবাচার্য্যও ঐ সকল অপরাধি-ব্যক্তির দমনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। শ্ৰীমন্মধবাচাৰ্য্য বদরিকাশ্রমে শুভবিজয় করিবার পূৰ্ব্বে গুরু ও জ্যেষ্ঠ যতিকে স্বকৃত গীতার ভাষ্য প্রদান করিলেন । বেদস্তুক্তের "অপালা’শব্দ ব্যাখ্যা ও “সৰ্ব্বজ্ঞ যতি খ্যাতি