পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায় বদরিকাশ্রেমে বদরিকাশ্রম সপার্ষদ শ্ৰীশ্ৰীবদরীহরিনারায়ণের বিশ্রাম-স্থল। এই স্থানটি ভূবৈকুণ্ঠ নামে প্ৰসিদ্ধ। এই ধামের সম্মুখে মহা পুণ্যবতী অলকানন্দ প্রবাহিত । অলকানন্দার সহিত ঋষিগঙ্গা মিলিত হইয়া ‘ঋষিপ্রয়াগ’ নাম ধারণ করিয়াছে । অলকানন্দার পাশ্বস্থিত পৰ্ব্বতের নাম নিরনারায়ণ গিরি” । সম্মুখস্থ পৰ্ব্বতের নাম—‘জয়-বিজয় । চতুষ্পাশ্বে গিরিমাল-পরিবেষ্টিত উপত্যক-ভূমিতে শ্ৰীবদরীনারায়ণদেব বিরাজমান। এই বদরীনারায়ণের মন্দিরের সম্মুখে মহাবীর ও শ্রীগরুড় অবস্থান করিতেছেন। শ্ৰীমদ্ভাগবতে শ্ৰীস্থত গোস্বামি-প্রভু বলিয়াছেন,— ব্ৰহ্মনদ্যাং সরস্বত্যামাপ্রম; পশ্চিমে তটে । শম্যাপ্রাস ইতি প্রোক্ত ঋষীণাং সত্ৰবৰ্দ্ধনঃ ॥ তস্মিন স্ব আশ্রমে ব্যাসো বদরীষণ্ডমণ্ডিতে। আসীনোহপ উপস্পৃশু প্রণিদধ্যে মনঃ স্বয়ম্ ॥ ভক্তিযোগেন মনসি সম্যক্ প্রণিহিতেহমলে । অপশুৎ পুরুষং পূর্ণং মায়াঞ্চ তদপ্যশ্রয়াম্ ॥ 愛 ( Եt: ՖլհլՋ-8 ) অর্থাৎ ব্ৰহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে ঋষিগণের যজ্ঞোৎসব-বৰ্দ্ধনকারী শম্যাপ্রাস নামক এক আশ্রম আছে । বদরীবৃক্ষ-পরিশোভিত 3 لا د د ] বদরিকাশ্রমের শোভ!