পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য, মধব সেই নিজ-আশ্রমে ব্যাসদেব আসীন হইয় আচমনাস্তে নারদের উপদেশানুসারে সমাধিস্থ হন । ভক্তিযোগ-প্রভাবে শুদ্ধসত্ত্বচিত্তে পূর্ণ পুরুষ অধোক্ষজ শ্রীকৃষ্ণকে ও তাহার পশ্চাদ্ভাগে গৰ্হিতভাবে আশ্রিতা মায়াকে দর্শন করেন । এদিকে শ্ৰীআনন্দতীর্থ যথেচ্ছ ভ্রমণ করিতে করিতে এই ব্ৰহ্মনারদব্যাস-সংবাদের পীঠস্থান বদরিকাশ্ৰমের সন্নিকটে আগমন করিলেন । শ্ৰীমন্মধবাচাৰ্য্য শ্ৰীব্যাস-নারদ ও ব্রহ্মার আনুগত্যে শ্ৰীশ্ৰীবদরীনারায়ণকে s_ o- து _ _____ গীতাভাষ্য উপহার শ্ৰীনারায়ণকে প্রণাম করিয়া তৎসম্মুখে নিজ-কৃত প্রদান গীতা-ভায্য উপহার-প্রদান-পূৰ্ব্বক পাঠ করিলেন । রাত্রিতে নিদ্রিত শ্ৰীমধবশিষ্যগণ শুনিতে পাইলেন যে, ভগবান নারায়ণ ভূমিতে আঘাত করিয়া মধবদেবকে জাগরিত করিতেছেন এবং পুনরায় গীত-ভাষ্য বর্ণন করিবার জন্য অনুরোধ করিতেছেন। পূর্ণপ্রজ্ঞ তৎক্ষণাৎ উত্থিত হইয়া শিষ্যগণের নিকট গীতাভাষ্য বর্ণনা করিলেন । শ্ৰীমন্মধবাচাৰ্য্য বদরিকা শ্রমে প্রত্যহ অরুণোদয়কালে গঙ্গাস্নান করিতেন । ষে স্থানে অন্যান্ত লোক হিমভয়ে ভীত হইয় গঙ্গাজল স্পশ পৰ্য্যন্ত করিতে পারে না, মুখ্যপ্রাণ-বায়ুর অবতার শ্ৰীমধবদেব সেই স্থানে অম্লান-বদনে স্নানাদি ক্রিয়। সমাপন করিতেন । অনন্ত-মঠ নামক দেবালয়ে উপবাসাদি-ব্ৰত-পালন ও অন্তক্ষণ হরিনাম কীৰ্ত্তনের দ্বারা শ্ৰীহরির সন্তোষ বিধান করিতেন । এইরূপ কএকদিন অবস্থান করিবার পর ভগবান শ্ৰীব্যাসদেব রাত্রিযোগে আনন্দতীর্থের নিকট উপস্থিত হইয়। তাহাকে নিজ বদরিকাশ্রমে প্রবেশ করিতে আদেশ করিলেন। পূর্ণপ্রজ্ঞ [ ১১২ ] শ্ৰীমধেলর বদরীতীর্থে স্নানাভিষেক