পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়—বদরিকাশ্রমে ব্যতীত অন্যান্য লোকও শ্ৰীব্যাসের দিব্য জ্যোতিঃ দর্শনে তাহার আগমন জানিতে পারিয়াছিলেন। পরদিন প্রাতে শ্ৰীমধবাচার্য্য শিষ্যগণের শিক্ষার জন্য এই কএকটি কথা লিখিয় রাখিয়া বদরিকাশ্রমে প্রবেশ করিলেন,— “অনন্ত মঠের ন্যায় পাপ-বিনাশন-ক্ষেত্র আর নাই, এই স্থানের ভাগীরথী-তীথের ন্যায় পুণ্য তীৰ্থ’ আর নাই, বিষ্ণুর ন্যায় দেবতাও ask area আর কেহ নাই, আমাদের বাক্যের স্তায় মঙ্গলশিক্ষ-পাখ জনক বাক্যও আর নাই । আমি শ্রীনারায়ণ-স্বরূপ শ্ৰীব্যাসদেবের দর্শনাভিলাষী হইয় আদাই এখান হইতে প্রস্থান করিতেছি । পুনরায় এখানে আসিব কি না, তাহ শ্ৰীব্যাসদেবই জানেন । তোমাদের মঙ্গল হউক ।” -می শ্ৰীল গুকদেবের অনুগমন করিবার ইচ্ছা থাকিলেও শ্রীমপবশিষ্যগণ তাহার অভীষ্টসিদ্ধির ব্যাঘাত হইবে বিচার করিয়| সেই স্থানেই অবস্থান করিলেন। কেবল সত্যতীর্থ শ্ৰীগুরুদেবের বিরহ সহ্য করিতে অসমর্থ হইয় তাহার অনুগমন করিলেন। সত্যতীর্থ মধ্বাচার্য্যের নিকট হইতে তিনবার ঐতরেয়-ব্যাখ্য' শ্রবণ করিয়াছিলেন । বদরিকাশ্রমের পথ অতিশয় দুর্গম। কিন্তু মপাচাৰ্য্য সেই দুর্গম পথেও অতিশয় বেগে চলিতে লাগিলেন। স্থধ্যদেব তখন অস্তাচলে C আরোহণ করিয়াছেন। সত্যতীর্থ শ্ৰীগুরুদেবের সত্যতীর্ণণ পদ" নিকটবর্তী হইতে পারিলেন না। তখন মঞ্চাচাৰ্য্য নিষেধাজ্ঞা ঈষৎ পশ্চাতোম্মখ হইয়া দূর হইতে হস্ত-সঙ্কেতে সত্যতীর্থকে অনুসরণ করিতে নিষেধ করিলেন। সত্যতীথ ক্রস্তবুদ্ধি হইয় অতি অল্প সময়েই পুনরায় অনন্তমঠে আসয় পৌছিলেন। しア [ ১১৩ ]