পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীগুরুগৌরাঙ্গে জয়তঃ রজতপীঠপর বা উড পী ভারতবর্ষের দক্ষিণ-পশ্চিমভাগে গোকৰ্ণক্ষেত্র হইতে আরম্ভ করিয়া কন্যা-কুমারিকা পৰ্য্যন্ত একটা সুদীর্ঘ গিরিশ্ৰেণী বিরাজিত রহিয়াছে । এই শৈলমালা ভাষা ও দেশভেদে ‘সহাদ্রি’, ‘কোলপৰ্ব্বত’, ‘মলয়গিরি” প্রভূতি নামে খ্যাত। ঐ গিরিশ্ৰেণী একটী,স্বপ্রাচীন পুণ্যময় ভূভাগের পূর্বদিকে মালিকাকারে বেষ্টিত থাকিয়া সেই পুণ্যস্থলীকে নিরস্তর অর্ঘ্যপ্রদানে পূজা করিতেছে ; আকাশচুম্বিত বিশাল আরব-সমুদ্র পশ্চিমে বিরাজিত থাকিয়া সেই পুণ্য-তীর্থের পাদধৌত করিয়া দিতেছে। এই পবিত্র ভূভাগ ‘পরশুরামক্ষেত্র"-রূপে পরিচিত। শ্রীপরশুরাম স্বয়ং কৰ্ম্মলেপ-রহিত হইলেও লোকোপদেশাখ মাতৃহত্যার প্রায়শ্চিত্ত-বিধানের জন্য গোকণক্ষেত্র হইতে কন্যা-কুমারিক সহাদ্রি পরশুরামক্ষেত্র