পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়—গুরু ও শিষ্য কাৰ্য্য অন্য কেহ সম্পন্ন করিতে পরিবে না । অস্থর-মোহনের জন্ত শ্রুতি-স্মৃতির যে-সকল স্বাভাবিক অর্থ ও সিদ্ধান্ত আবৃত ও বিকৃত হইয়াছে, তাহাতে কোমলশ্রদ্ধ ব্যক্তিগণের মঙ্গলের পথ রুদ্ধ হইয়াছে। আমার বহিরঙ্গ মায়ায় মুগ্ধ অস্থরকুল সাধুগণের প্রিয় ব্রহ্মস্থত্রের স্বকপোল-কল্পিত ভাষ্য রচনা করায় তত্ত্বজ্ঞান-ভাণ্ডার লুপ্ত হইয়া পড়িয়াছে। তুমি দুজ্জনগণের এই অন্যায় আচরণ দূর করিয়া নিজজনকে রক্ষা করিবার জন্য ব্রহ্মস্থত্রের শ্রোত-ভাষ্য-রচনা এবং শ্রুতি-স্মৃতির ব্যাস-সম্মত স্থসিদ্ধান্ত প্রচার কর । তুমি এই ভক্তিসিদ্ধান্ত প্রচারের দ্বারা প্রকৃত ব্যাসাচুগ-আচাৰ্য্য-ধারাকে ও বৈয়াসকি-সম্প্রদায়কে সংরক্ষণ কর।” শ্ৰীনারায়ণের এই বাক্য শুনিয়া শ্ৰীমন্মধবাচাৰ্য্য বলিলেন,—“হে ভগবন, আমি এই বদরিকাশ্রমে শ্ৰীব্যাসানুগত্যে আপনার সেবামৃতে যাহাতে নিমজ্জিত থাকিতে পারি, সেইরূপ কৃপা করুন । শ্ৰীবদরীনারায়ণ-সমীপে বিরহ আমি সহ্য করিতে পারিব না। আর সম্প্রতি কলির প্রভাবে পৃথিবীতে ভক্তি ও তাহার অনুগামী সদগুণসমূহ সকলই বিনষ্ট হইয়া গিয়াছে। বৰ্ত্তমানে যোগ্য কোন সাধু ব্যক্তি নাই। ভক্তিসিদ্ধান্ত উপলব্ধি করিতে পারে, এরূপ যোগ্যতাসম্পন্ন এক ব্যক্তিও পৃথিবীতে দেখিতে পাওয়া যায় না। অযোগ্য ব্যক্তির নিকট পরতত্ত্ব বর্ণন কুকুরকে যজ্ঞীয় স্থত প্রদানের ন্যায় কেবল নিন্দারই কারণ হইয় থাকে।” 瞻 পূর্ণপ্রজ্ঞের এই কথা শুনিয়৷ শ্ৰীনারায়ণ বলিলেন,—“বৎস, ব্যাসসম্মত সিদ্ধান্ত-প্রচারের মধ্যেই তুমি শ্ৰীব্যাস ও আমার সঙ্গ নিরন্তব লাভ করিবে, আর পৃথিবীতে এখনও স্বকৃতিশালী গুণবান পুরুষসকল তাছেন, তবে তাহারা সংসঙ্গের অভাবে প্রকৃত সিদ্ধান্ত অবগত হইতে [ ১১৭ ] 鸚