পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য শ্ৰীমধব ক্ষেত্র পর্য্যন্ত বাণপ্রয়োগে সমুদ্রকে অপসারিত করিয়া তথায় এক নূতন ভূভাগ নিৰ্ম্মাণ করেন এবং উহা বৈষ্ণব-ব্রাহ্মণগণকে দান করেন । স্কন্দপুরাণের সহ্যাদ্রিখণ্ডে এইরূপ উপাখ্যান শ্রত হইয়া থাকে । এই পরশুরামক্ষেত্র উত্তরসীমা হইতে দক্ষিণসীমা পর্য্যন্ত আদিকেরল, মধ্যকেরল ও অন্তকেরল –এই তিনটী ভাগে বিভক্ত। আদিকেরল উত্তরকর্ণাট ও দক্ষিণ-কর্ণাট—এই দ্বিবিধ প্রদেশে পরিগণিত। উত্তর কর্ণাটকে ‘কেনারিজ ভাষা আর দক্ষিণকর্ণাটকে ‘তুলু tষারই বিশেষ প্রচার লক্ষিত হয়। এই দক্ষিণকর্ণাটক-প্রদেশই রজতপীঠপুর’ বা 'রৌপ্যপীঠপুর’— এই প্রাচীন সংজ্ঞা-পরিমণ্ডিত উড়পী’ ক্ষেত্রদ্বারা স্থশোভিত । সুতরাং উডুপীর অপর প্রাচীন নাম—‘রজতপীঠপুর’ । এই পবিত্র ক্ষেত্র ছয়ক্রোশ পরিধি-বিশিষ্ট । ইহার পশ্চিমদিকে আরব সাগর ও পূৰ্ব্বদিকে বেধাচল পৰ্ব্বত বিরাজমান ; দক্ষিণে পাপনাশিনী এবং উত্তরে সুবর্ণ নামী নদীদ্বয় প্রবাহিত । "ক্ষিণ-কর্ণাটক ব৷ রজতপীঠপুর ত্রিসহস্ৰাধিক বর্ষ পূৰ্ব্বে পরশুরাম-ভক্ত রামভোজ নামক কোন ক্ষত্রিয় ভূপতি বিষ্ণুপ্রীতির জন্য একটী মহদ যজ্ঞানুষ্ঠানের অভিলাষ করিয়া যজ্ঞবিদ্যানিপুণ কতিপয় ব্রাহ্মণের অনুসন্ধানে তৎপর হইয়াছিলেন । কোথায়ও তাহার অভীষ্টাক্ষযায়ী সুনিপুণ যজ্ঞিক ব্রাহ্মণ দেখিতে ন পাইয়ু পরিশেষে পাঞ্চালদেশান্তর্বর্তী গঙ্গাতীরস্থ অহিছত্র দেশ হইতে কৰ্ম্মকাণ্ডনিপুণ, পরম পণ্ডিত, অগ্নিহোত্রী একশত বিশ জন ব্রাহ্মণকে র্তাহাদের . কুটুথগণের সহিত স্বদেশে আনয়ন করেন। সেই সকল কুলীন ব্রাহ্মণের বংশ অদ্যাপি পরশুরামক্ষেত্রে বাস করিতেছেন । কাল প্রভাবে [ २ ] রামভোজ নৃপতি