পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায় নর্তক-গোপাল উড় পী হইতে সপ্তক্রোশ দক্ষিণে অদমার গ্রামের অন্তঃপাতী ঘরমল্দেশস্থ জনৈক নাবিক তাহার নৌকা-মধ্যে বিপণিসামগ্ৰী লইয় Sox کيمي দ্বারকায় গমন করেন । নাবিকের সমস্ত পণ্যদ্রব্য ఇ o দ্বারকায় নিঃশেষিতভাবে বিক্রীত হইয়া যায়। গৃহাভিমুখে প্রত্যাবৰ্ত্তনকালে ঐ বণিক স্বীয় শূন্য নৌকায় কিঞ্চিং ভার ন্যস্ত করিবার উদ্দেশ্যে দ্বারকাস্তিত গোপীসরোবরতট হইতে কয়েকটি বৃহৎ গোপীচন্দন-খণ্ড সংগ্ৰহ-পূর্বক স্থাপন করেন । সমুদ্রপথে তাহার নৌকা মাল্পী-বন্দরের নিকট একটি চরায় ঠেকিয় যায়। শত চেষ্টায়ও নৌকা কিঞ্চিম্মাত্রও বিচলিত হইতেছে না দেখিয়া নাবিক অত্যন্ত হতাশ হইয় পড়েন। এমন সময়ে সমুদ্রের উপকূলে একজন জ্যোতিৰ্ম্ময়-দর্শন পরমবলী সন্ন্যাসীকে ভগবচ্চিস্তায় নিমগ্ন দেখিতে পাইয় নাবিক নৌকা হইতেই সেই সন্ন্যাসীর নিকট স্বীয় অবস্থা জ্ঞাপন করেন । এই সন্ন্যাসীই শ্ৰীমন্মধ্বাচার্য্য। তিনি সমুদ্রে স্নানাদি সমাপণ করিয়া ভগবানের নাম-কীৰ্ত্তনে নিমগ্ন ছিলেন । নাবিকের উচ্চ আহবান-শ্রবণে নাবিকের তাৎকালিক অবস্থা জানিতে পারিয়া মুদ্রাপ্রদর্শন-পূর্বক (মতান্তরে বস্ত্র-সঞ্চালন-পূর্বক ) শ্ৰীমধবাচাৰ্য্য উক্ত নৌকাকে চালিত করেন । নাবিক সন্ন্যাসীর এই প্রকার অদ্ভুত শক্তি-দর্শনে আশ্চর্যান্বিত ও পরম উপকৃত হইয় তাহাকে কিঞ্চিৎ [ ১২৬ ]