পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব গুরু, বৈষ্ণব ও ভগবান—ইহাদিগকে যদি রাজা তাহার অধীন প্রজাশ্রেণীর অন্তর্গত বিবেচনা করেন, তাহা হইলে তাহাদের চরণে অপরাধ উপস্থিত হয় এবং তৎফলে এই কৰ্ম্মময় সংসারে পরিভ্রমণ করিতে হয় । এইজন্ত পৃথু মহারাজ সপ্তদ্বীপবতী পৃথিবীর দগুমুণ্ড-বিধাতা একচ্ছত্র সম্রাটু হইয়াও ঋষিকুল ব্রাহ্মণ ও অচু্যতগোত্রীয় বৈষ্ণবগণকে কখনও নিজদণ্ডাহঁ প্রজা বলিয়। বিচার করেন নাই । বৈষ্ণবগণ সৰ্ব্বতন্ত্র-স্বতন্ত্র । সৰ্ব্বত্রাস্বলিতাদেশঃ সপ্তদ্বপৈকদ শুধুক্‌ ৷ অন্তত্ৰেব্ৰাহ্মণকুলাদন্তক্রাচু্যতগোত্রতঃ ॥ ( ভাঃ ৪২১৷১২ ) [ পৃথু মহারাজ সপ্তদ্বীপবতী পৃথ্বীর একচ্ছত্র দণ্ডমুণ্ডবিধাতা সম্রাটু ছিলেন । র্তাহার আজ্ঞ সৰ্ব্বত্রই অপ্রতিহত ছিল ; – কেবলমাত্র ঋষিকুল-ব্রাহ্মণ ও অচ্যুতগোত্রীয় বৈষ্ণবগণের উপরই তিনি কোন আধিপত্য বিস্তার করেন নাই । ] দৈত্যরাজ হিরণ্যকশিপু বৈষ্ণবপ্রবর প্রহলাদকে নিজপুত্র বা প্রজা জ্ঞান করিয়া তাহার উপর শত শত অত্যাচার করিয়াও কিছুই করিতে পারে নাই । শ্ৰীমন্মহাপ্রভুর সময়ও নবদ্বীপস্থ কতিপয় “পাষণ্ডী হিন্দু নিমাই পণ্ডিতকে কাজির দণ্ডাধীন 'log- প্রজ বিচারে নিমাইকে নুতন ধৰ্ম্মমত-প্রচারক ও নাগরিকগণের শাস্তিভঙ্গকারী বলির তদ্বিরুদ্ধে কাজির নিকট অভিযোগ আনয়ন করিয়াছিল। তদানীন্তন কাজি নামাচাৰ্য্য ঠাকুর হরিদাসকে তাহার আজ্ঞাধীন প্রজা কল্পনা করিয়া ঠাকুরকে বাইশ বাজারে বেত্ৰাঘাতের আদেশ প্রদান করিয়াছিলেন । গৌড়েশ্বর হুসেনশাহ শ্রীচৈতন্তকে গৌড়দেশের জনৈক প্রজা (?) মনে করির শ্রীচৈতন্তের & আচাৰ্য্য বা লোকোত্তর পুরুষগণ কি পার্থিব শাসকের অধীন ? [ ১৩ই ]