পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—রজতপীঠপুর র্তাহীদের কয়েকটা বংশ লোপপ্রাপ্ত হষ্টলেও এখনও শতাধিক ব্রাহ্মণবংশ তথার দৃষ্ট হয় । ইহারা সকলেই শ্ৰীমন্মধবাচার্য্যের আবির্ভাবের পর g মধ্বানুগত হইয়া 'মাধবব্রাহ্মণ’ নামে পরিচয় লাভ করিয়াছেন । রামভোজ নুপতি ব্ৰাহ্মণগণকে আনয়ন করিয়া যখন যজ্ঞস্থলীর শুদ্ধির নিমিত্ত স্বহস্তে লাঙ্গলাদির দ্বারা ভূমির শোধন করিতেছিলেন, তখন একটী মহাসর্প লাঙ্গলপরিসরে পতিত হুইয়া আহতের স্থায় দৃষ্ট হয়। রামভোজ নৃপতি র্তাহার সেই কাৰ্য্যের প্রায়শ্চিত্তার্থ উড় পীক্ষেত্রের চতুগীমায় তাঙ্গেড়, মাঙ্গোড় : 'অরিতোড়, ‘মুচ্চিলকোড়, নামক দেবালয় চতুষ্টয় নিৰ্ম্মাণ করাইয়। মধ্যপ্রদেশে ক্রোশব্যাপী রজতময় পীঠ সংস্থাপন করেন এবং পীঠোপরি সুবৰ্ণ-‘শেষ’-প্রতিমা প্রকাশ করিয়া তাহার পূজা বিধান করেন। কালে সেই পীঠ ভূগর্ভস্থ হইয়া পড়িয়াছে বলিয়। শ্রত হয়। যজ্ঞকালে ভগবান পরশুরাম রজতপীঠস্থ সুবর্ণ-সপ-ফণার অধোভাগে লিঙ্গাকারে প্রত্যক্ষীভূত হইয়াছিলেন । সেই শেষশাস্ত্রী অনন্তেশ্বর’, নামক বিষ্ণুর পুরাতন দেবালয় অদ্যাপি উড় পীক্ষেত্রে বর্তমান রহিয়াছে। রজতপীঠের সংস্থান-হেতু সেই ক্ষেত্র প্রাচীন কাল হইতে রজতপীঠপুর’-আখ্যা প্রাপ্ত হইয়া আসিয়াছে। এই ক্ষেত্রের উড় প’-আখ্যা বিষয়েও একটা উপাখ্যান পুরাণে শ্রত হইয়া থাকে। অশ্বিনী, ভরণী, রোহিণী, কৃত্তিক প্রভৃতি সপ্ত ● বিংশতি-সংখ্যক তারকা চন্দ্রের পত্নী । ই হারা সকলেই দক্ষকন্ত। চন্দ্র দক্ষের অপর পুত্ৰীগণের প্রতি উদাসীন থাকিয়া কেবলমাত্র রোহিণীতে অত্যাসক্ত ছিলেন । অপর পুত্ৰীগণের প্রার্থনায় দক্ষ চন্দ্রের এইরূপ অসম ব্যবহারের জন্ত শাপ [ ૭ ] মাধবব্রাহ্মণ ‘রজতপীঠপুর” নামের কারণ উড়পী আখ্যার কারণ