পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য মধব তাহাদের দ্বারা বিনষ্ট হইবেন, এইরূপ বলিতে বলিতে তীরাভিমুখে ধাবিত হইলেন। তখন মধবাচাৰ্য্য তুরস্করাজপুরুষগণকে উচ্চৈঃস্বরে বলিলেন— *আপনার সংখ্যায় অধিক, আমরা অল্প । অতএব আমাদের নিকট হইতে আপনাদের কোন ভয় নাই, আমরা আপনাদের রাজাকে দর্শন করিতে যাইতেছি ; আমাদিগের সহিত বিরোধ করিবার কোন কারণ নাই।’ ওঝা যেরূপ মন্ত্রবলে সপকে নিবারণ করে, মধবাচায্যের বাণীবলে তুরস্করাজপুরুষগণ সেইরূপই নিবারিত হইয়াছিলেন । তুরস্করাজ প্রাসাদশিখরে আরোহণ করিয়া সশিষ্ণু শ্ৰীমন্মধবাচাযৰ্গকে নিজ রাজধানীর দিকে আসিতে দেখিলেন। মধবাচায্য নিকটে আসিলে তুরস্করাজ আশ্চৰ্য্যান্বিত হইয় জিজ্ঞাসা করিয়াছিলেন,—র্তাহার কঠোরস্বভাব সৈন্তগণ মৃত্যুসেনার স্তায় পথিকগণকে শক্ররাজ্যের গুপ্তচর মনে করিয়া বিনাশ করিয়া থাকে ; কিন্তু সশিস্য মধবাচাৰ্য্য কিরূপে তাহাদের হস্ত হইতে অব্যাহতি লাভ করিয়া সেখানে উপস্থিত হইয়াছেন । আর কিরূপেই বা কোনরূপ ভেলার আশ্রয় না করিয়া নদী পার হুইয়াছেন! শ্ৰীমন্মধবাচায্য তখন তুরস্করাজকে উত্তরে বলিয়াছিলেন যে, বিশ্বের একমাত্র প্রকাশক পরমপুরুষের পরম অনুগ্রহবলেই তিনি ঐরূপ সম্ভবকাৰ্য্য সম্ভব করিতে পারিয়াছেন। তুরস্করাজ শ্ৰীমন্মধবাচার্য্যেব গাম্ভীৰ্য্য, ধৈর্য্য, বীৰ্য্য, শৌর্য্য ও সৌজন্তপূর্ণ ব্যক্তিত্ব দেখিয়া সাতিশয় লিস্মিত হইলেন এবং তৎক্ষণাৎ শ্ৰীমন্মধ্বাচার্য্যকে অৰ্দ্ধরাজ্য প্রদান করলেন । শ্ৰীমন্মধবপদ সেই সকল ঐশ্বৰ্য্য শুদ্ধদ্বৈতবাদ প্রচারে ব্যয় করিয়াছিলেন । একদা কতকগুলি চৌর চুরি করিবার জন্ত শ্ৰীমন্মধবাচার্য্যের শিষ্যগণের 98יל ]