পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়—-আচাৰ্য্য-লীলার ঘটনা-পরম্পরা তিনি আহার, নিদ্র ও হাস্ত পরিত্যাগ করিয়া কেবল শ্ৰীমন্মধেবর পাদপদ্ম স্মরণ করিতে লাগিলেন এবং কখন সন্ন্যাস গ্রহণ করিয়া সৰ্ব্বতোভাবে হরিভজন করিবেন, তজ্জন্ত ব্যাকুল হইলেন । শ্ৰীমন্মধবাচার্য্য অনুজের আৰ্ত্তিতে আকৃষ্ট হইয়৷ পূৰ্ব্বাশ্রমের জন্মভূমিতে উপস্থিত হইলেন এবং বৈরাগ্যবান অনুজকে সন্ন্যাস প্রদান করিয়া ‘বিষ্ণু তীৰ্থ’ নামে অভিহিত করিলেন । বিষ্ণুতীর্থ শ্ৰীমধেবর নিকট হইতে বেদান্তশাস্ত্রের শ্রবণ, অনুবাদ ও মননের দ্বারা সময়ের সার্থকতা সম্পাদন করিতে লাগিলেন । গুরুদেব শ্ৰীমধব কৃপাপূর্বক বিষ্ণুতীর্থের অন্তরে যে কৃপাঙ্কুর নিহিত করিয়াছিলেন, বিষ্ণু তীর্থ গুরুসেবা-দ্বারা তাহাকে মহাবৃক্ষে পরিণত করিলেন। বিষ্ণুতীর্থ যথার্থই পূর্ণপ্রজ্ঞদেবের কারুণ্য-কল্পবৃক্ষাশ্রিত হইয়া মন্ত্রসিদ্ধি লাভ করিলেন। অনন্তর শ্ৰীবিষ্ণুতীর্থ মলিন জলের দ্বারা কলুষিত বিষ্ণুতীর্থসমূহকে পুনরায় তীর্থীভূত করিবার জন্য উত্তরাভিমুখে যাত্রা করিলেন। তীর্থপর্য্যটন-কালে র্তাহার সংযম ও নিরস্তর ভগবৎসেবা আদর্শস্থানীয় শ্ৰীমধ্বানুজের শ্রীমধেবর নিকট সন্ন্যাস-গ্রহণ শ্ৰীবিষ্ণুতীর্থের গুরু-সেবা ও তীর্থপর্য্যটন - 曹 হইয়াছিল । যখন বিষ্ণুতীথ এইরূপ ভগবৎ இ শ্ৰীব্যাসতীর্থ প্রসাদ লাভ করিলেন, তখন পরম পণ্ডিত ও অতীন্দ্রিয়জ্ঞানশালী অনিরুদ্ধ নামক এক প্রিয় শিষ্য বিষ্ণুতীথের নিকট উপস্থিত হইয়া তাহাকে রজতপীঠপুরে লইয়৷ গেলেন। কবিকুলতিলক বিদ্বজ্জনচুড়ামণি ব্যাসতীর্থ নামক মধ্বপাদের অতিপ্রিয় এক মহাত্মা তথায় বিষ্ণুতীথের শিষ্যত্ব গ্রহণ করিলেন। শ্ৰীমন্মধ্বাচার্য্যের সর্বব্যাপী গুণে আকৃষ্ট হইয় যে দ্বিজবর পূৰ্ব্বে গোদাবরীর [ >6) ] Q