পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় নানা অভক্তিমতবাদ-নিরাস ও ঐশ্বৰ্য্য-প্রকাশ শ্ৰীমন্মধবাচার্য্যের কোন এক বিদ্বান শিষ্য গোমতী নদীর তট-সমীপে সজ্জনগণের নিকট সংসার-বন্ধন-নাশক, সাক্ষাৎ বেদান্তশাস্ত্রতুল্য গুরুমাহাত্ম্য বর্ণন করিতেছিলেন, সেই সময় সাধু ও বেদবিদ্বেষী কোন এক বাচাল শূদ্রজাতীয় রাজা শ্ৰীমন্মধবাচার্য্যের নিকট খৃষ্টতা-সহকারে বলিতেছিল যে,—“বেদের মন্ত্রগুলি উন্মত্তের প্রলাপ ছাড়া আর কিছুই নহে, উহাদের কোনও প্রামাণিকতা নাই, বেদের কথা গুলি মিথ্যা । কারণ বেদে আছে যে, ওষধিবীজ হস্তে লইয়া বেদের নির্দিষ্ট মন্ত্র পাঠ করিলে সদ্যই উহা অঙ্কুরপুষ্পফলাদিরূপে পরিণত হয় ; কিন্তু ইহা কোন ক্ষেত্রেই ফলবান দেখিতে পাওয়া যায় না ইত্যাদি ।” শ্ৰীমধবাচাৰ্য্য উক্ত বেদবিদ্বেষী শূদ্র-জাতীয় রাজার কথা শুনিয়া বলিলেন,—“অধিকার অনুসারেই বেদোক্ত ফল লাভ হয় ।” • ধূৰ্ত্ত রাজা বলিল—“অধিকার পদার্থটি প্রত্যক্ষের বিষয়ীভূত ; কিন্তু "যখন কাহাকেও সেরূপ অধিকারী দেখিতেছি না, তখন উহা গর্দভশৃঙ্গের দ্যায় চিরকালই অসত্য ।” শ্ৰীমন্মধবাচাৰ্য্য শূদ্ররাজার ঐরূপ তুচ্ছ ভাব সন্থ করিতে না পারিয়া কিছু ঐশ্বৰ্য্য প্রকাশ করিলেন। তিনি তৎক্ষণাং নিজের হস্তে ওষধিবীজ গ্রহণপূর্বক স্বত্তমন্ত্র জপ করিবামাত্রই তাহ হইতে অঙ্কুর, পত্র, পুষ্প ও বীজের উদগম হইল । বেদ-বিদ্বেষী শূদ্র রাজার উক্তি [ &రి )