পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—রজতপীঠপুর ক্যানারি ভাষায় শিবাল্লী’ বা শিববেল্লী’ শব্দে শিবের রৌপ্য বুঝায় । ইহার রজতপীঠপুরস্থ অনন্তেশ্বরের রৌপ্য সিংহাসনের উল্লেখে নিজ পরিচয় প্রদান করেন । কাষারগড় ও বেকালের মধ্যে চন্দ্রগিরি বা পয়স্বিনী নদী প্রাচীন তুলুব রাজ্যের দক্ষিণসীমা বলিয়া নির্দিষ্ট হয় । তুলুব রাজ্যের অধিবাসিগণের ভাষা টুলু। শিবাল্পী ব্রাহ্মণগণ টুলু-ভাষায় কথোপকথন করিয়া থাকেন । இ কাষারগড় জনপদের চারি ক্রোশ উত্তরে সমুদ্রকুলে কুম্রা’ নামী নগরী ; এখানে রেলওয়ে ষ্টেশন আছে । এই নগরী পূৰ্ব্বকালে বিশেষ সমৃদ্ধিশালিনী ছিল । এখানে এক সামন্তরাজের বাস ছিল । ইহাদের অধীনেই ম্যাঙ্গোলোর ও উড় পী তালুকগুলি ছিল বলিয়া-অনেকে অমুমান করেন । আজ ও কুস্কলার সামস্ত রাজবংশ ব্রিটিশ গবর্ণমেণ্টের নিকট বৃত্তিভোগ করিয়া ‘রাজ। বলিয় পরিচিত আছেন । 哈 ఐర్సర> <8)శ>ం